117 বার পঠিত
সদরপুর প্রতিনিধি> ফরিদপুরের সদরপুরে ৫টি কেন্দ্রে নকলমুক্ত পরিবেশে এসএসসি/সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মোট ১ হাজার ৬০৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৫৮২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২১ জন।
সরজমিনে গিয়ে জানা যায়, বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৫৫ জন, বেগম কাজী জেবুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৯৩ জন, সদরপুর সরকারি কলেজ কেন্দ্রে ৩৪০ জন, দাখিলে বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ১২৯ জন, ও ভোকেশনালে ৮৬ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।