সদরপুর প্রতিনিধিঃ গত রবিবার বিকেলে ফরিদপুরের সদরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ডি, এম পরিবহন ও যমুনা ডিলাক্স নামের দুইটি পরিবহন, এবং ২ জন ড্রাইভার ও ২ জন হেলপার কে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ১৬ হাজার টাকা, এবং ইউনিয়ন পরিষদ আইনে ৩ প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা সহ মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
গত রবিবার বিকেলে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল এই আদালত পরিচালনা করেন।