1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সদরপুরে প্রাথমিক শিক্ষকদের মাঝে প্রাইভেট পড়ানোর প্রবনতা বাড়ছে  – দৈনিক দেশেরকথা
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিটি ইউনিভার্সিটিতে ধ্বংসযজ্ঞের প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধন, দায়ীদের শাস্তি ও ক্ষতিপূরণ দাবি সেনাপ্রধানকে নিয়ে বিভ্রান্তিকর অপপ্রচার, সতর্ক থাকার আহ্বান সেনাবাহিনীর ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন দেবিদ্বারের অ্যাডভোকেট ফারুক হোসেন ব্রাকসু গঠনতন্ত্রের ত্রুটি সংশোধনের দাবি ছাত্রদল সমর্থিত প্যানেলের   কিশোরগঞ্জে দন্ডপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার-৬ রায়পুর পৌরসভার লাইসেন্স শাখায় অনিয়ম,অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ   লাকসামে কৃষক ছাদু মিয়া নিখোঁজ২৪দিনেও সন্ধান মিলেনি! দিশেহারা পরিবার ঠাকুরগাঁও ভুল্লীতে কুমারপুর উচ্চ বিদ্যালয় ১১ শিক্ষার্থী অসুস্থ ১০ বছরের মধ্যে এনসিপি প্রতিষ্ঠা করে সরকার গঠন করতে চাই”: নাহিদ ইসলাম আয়ারল্যান্ড বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব দিয়েছে

সদরপুরে প্রাথমিক শিক্ষকদের মাঝে প্রাইভেট পড়ানোর প্রবনতা বাড়ছে 

শিমুল তালুকদার
  • প্রকাশ রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

ফরিদপুরের সদরপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে নিজ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের প্রাইভেট পড়ানোর প্রবনতা ভয়ানক হারে বৃদ্ধি পাচ্ছে। সরকারি ভাবে নিজ বিদ্যালয়ের শিশুদের প্রাইভেট পড়ানো নিষেধ থাকা সত্যেও শিক্ষা অফিস এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির কার্যকরী ভুমিকা না থাকার কারণে অনেক শিক্ষক শিক্ষিকা সরকারি নিয়োম উপেক্ষা করে তাদের ইচ্ছা খুসী মতো বিদ্যালয়ে শিক্ষাদানে ফাঁকি দিয়ে

ছাত্র ছাত্রীদেরকে প্রাইভেট পড়াতে উৎসাহিত হচ্ছেন।

অনেক স্কুলের শিক্ষক শিক্ষিকা নিজ বিদ্যালয়ের কোমলপ্রাণ শিশুদের পরীক্ষায় ফেল করানোর ভয়, অথবা ভালো ফলাফলের লোভ দেখিয়ে শিশুদের প্রাইভেট পড়তে বাধ্য করছেন, এমন অভিযোগ অনেক শিক্ষার্থী এবং অভিভাবকদের। উপজেলার চরাঞ্চলের প্রাথমিক বিদ্যালয় গুলোতে স্বরজমিনে গিয়ে গেছে প্রায় প্রতিটি স্কুলে বেসির ভাগ শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, চরাঞ্চলের অধিকাংশ শিক্ষকগন নিয়োমিত বিদ্যালয়ে উপস্থিত থাকেননা।

কারন স্থানীয় ম্যানেজিং কমিটির অবজ্ঞা, শিক্ষা দপ্তরের অবহেলা এবং শিক্ষকদের শিক্ষাদানে চরম উদাসীনতার কারনে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হলেও 

অধিকাংশ প্রাথমিক বিদ্যালয় গুলোতে এই আইন অকার্যকর হওয়ার কারণে  শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে প্রাথমিক পর্যায়ের কোমলমতি শিশুরা।

সরকারি নিয়োম অনুযায়ী সাড়ে চারটা পর্যন্ত বিদ্যালয়ে শিক্ষাদান করার কথা থাকলেও তিনটা বাজার আগেই বিদ্যালয় ছুটি দিয়ে শিক্ষকরা ব্যস্ত হয়ে পড়েন প্রাইভেট পড়াতে। এমন চিত্র দেখা গেছে বেসীরভাগ প্রাথমিক বিদ্যালয় গুলোতে।

উপজেলার সতেররশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যেই প্রাইভেট পড়ান ঐ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আড়াইরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেসীর ভাগ শিক্ষক শিক্ষিকা তিনটা না বাজতেই  স্কুল ছুটি দিয়ে পাসেই ভারাকৃত ঘরে ব্যস্ত হয়ে পরেন ঐ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের 

প্রাইভেট পড়াতে। আবার অনেক শিক্ষক নিজ বাড়িতেও নিয়োমিত প্রাইভেট পড়ান এমন অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট বিভিন্ন স্কুলের অভিভাবকদের।

তাছাড়া উপজেলার অনেক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের খেলাধুলা

ওয়াসরুম এবং বিষুদ্ধ পানির ব্যবস্থা থাকলেও শিক্ষকদের অবহেলার কারণে সেগুলো থেকেও বঞ্চিত হচ্চে শিক্ষার্থীরা। এই ব্যাপারে সংশ্লিষ্ট শিক্ষা বিভাগ যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন এমনটাই দাবী অভিভাবকদের।

পরবর্তীতে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে স্বরজমিনে 

পরিদর্শন করে কোন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা নিজ বিদ্যালয়ের কোমলপ্রাণ ছাত্র ছাত্রীদের প্রাইভেট পড়াতে ব্যস্ত সময় পার করছেন সেই স্কুল ও শিক্ষক শিক্ষিকার নাম ঠিকানা সহ প্রকাশ করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park