94 বার পঠিত
ফরিদপুরের সদরপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে নিজ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের প্রাইভেট পড়ানোর প্রবনতা ভয়ানক হারে বৃদ্ধি পাচ্ছে। সরকারি ভাবে নিজ বিদ্যালয়ের শিশুদের প্রাইভেট পড়ানো নিষেধ থাকা সত্যেও শিক্ষা অফিস এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির কার্যকরী ভুমিকা না থাকার কারণে অনেক শিক্ষক শিক্ষিকা সরকারি নিয়োম উপেক্ষা করে তাদের ইচ্ছা খুসী মতো বিদ্যালয়ে শিক্ষাদানে ফাঁকি দিয়ে
ছাত্র ছাত্রীদেরকে প্রাইভেট পড়াতে উৎসাহিত হচ্ছেন।
অনেক স্কুলের শিক্ষক শিক্ষিকা নিজ বিদ্যালয়ের কোমলপ্রাণ শিশুদের পরীক্ষায় ফেল করানোর ভয়, অথবা ভালো ফলাফলের লোভ দেখিয়ে শিশুদের প্রাইভেট পড়তে বাধ্য করছেন, এমন অভিযোগ অনেক শিক্ষার্থী এবং অভিভাবকদের। উপজেলার চরাঞ্চলের প্রাথমিক বিদ্যালয় গুলোতে স্বরজমিনে গিয়ে গেছে প্রায় প্রতিটি স্কুলে বেসির ভাগ শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, চরাঞ্চলের অধিকাংশ শিক্ষকগন নিয়োমিত বিদ্যালয়ে উপস্থিত থাকেননা।
কারন স্থানীয় ম্যানেজিং কমিটির অবজ্ঞা, শিক্ষা দপ্তরের অবহেলা এবং শিক্ষকদের শিক্ষাদানে চরম উদাসীনতার কারনে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হলেও
অধিকাংশ প্রাথমিক বিদ্যালয় গুলোতে এই আইন অকার্যকর হওয়ার কারণে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে প্রাথমিক পর্যায়ের কোমলমতি শিশুরা।
সরকারি নিয়োম অনুযায়ী সাড়ে চারটা পর্যন্ত বিদ্যালয়ে শিক্ষাদান করার কথা থাকলেও তিনটা বাজার আগেই বিদ্যালয় ছুটি দিয়ে শিক্ষকরা ব্যস্ত হয়ে পড়েন প্রাইভেট পড়াতে। এমন চিত্র দেখা গেছে বেসীরভাগ প্রাথমিক বিদ্যালয় গুলোতে।
উপজেলার সতেররশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যেই প্রাইভেট পড়ান ঐ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আড়াইরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেসীর ভাগ শিক্ষক শিক্ষিকা তিনটা না বাজতেই স্কুল ছুটি দিয়ে পাসেই ভারাকৃত ঘরে ব্যস্ত হয়ে পরেন ঐ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের
প্রাইভেট পড়াতে। আবার অনেক শিক্ষক নিজ বাড়িতেও নিয়োমিত প্রাইভেট পড়ান এমন অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট বিভিন্ন স্কুলের অভিভাবকদের।
তাছাড়া উপজেলার অনেক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের খেলাধুলা
ওয়াসরুম এবং বিষুদ্ধ পানির ব্যবস্থা থাকলেও শিক্ষকদের অবহেলার কারণে সেগুলো থেকেও বঞ্চিত হচ্চে শিক্ষার্থীরা। এই ব্যাপারে সংশ্লিষ্ট শিক্ষা বিভাগ যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন এমনটাই দাবী অভিভাবকদের।
পরবর্তীতে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে স্বরজমিনে
পরিদর্শন করে কোন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা নিজ বিদ্যালয়ের কোমলপ্রাণ ছাত্র ছাত্রীদের প্রাইভেট পড়াতে ব্যস্ত সময় পার করছেন সেই স্কুল ও শিক্ষক শিক্ষিকার নাম ঠিকানা সহ প্রকাশ করা হবে।