31 বার পঠিত
ফরিদপুরের সদরপুরে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (বৃহস্পতিবার) সকালে উপজেলা দরবার হলে উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক আইন-শৃঙ্খলা, বাল্য বিয়ে, মাদকসহ বিভিন্ন অপরাধ দমন কারে সদরপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। পরে জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রকল্প পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. এম এ গাফ্ফার মিয়াসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।