79 বার পঠিত
ফরিদপুরের সদরপুর উপজেলার ওপর দিয়ে আজ সকালে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ের তান্ডবে তিনটি ইউনিয়নের কয়েকটি গ্রামের প্রায় শতাধিক বসতঘর, মসজিদ, চৈতালি ফসল, গাছপালা ক্ষতিগ্রস্থ হয়েছে।
সরেজমিনে দেখা যায়, ঘূর্ণিঝড়ের আঘাতে অনেক মানুষের ঘরের টিনের চাল উড়ে গেছে। অনেকের ঘর-বাড়ি উপর গাছপড়ে বাড়ি ভেঙে গেছে। ক্ষতিগ্রস্থ পরিবার গুলো খোলা আকাশের নিচে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।
ঘূর্ণিঝড়ের তান্ডবের কারণে বড় বড় গাছপালা উপড়ে গেছে ও বৈদ্যুতিক তার ছিড়ে যাওয়ায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বিদ্যুৎ সরবরাহ। রাস্তঘাট চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ায় মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছে। এ ব্যাপারে উপজলো প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু এহসান মিয়ার সাথে কথা হলে তিনি বলেন সংবাদ পেয়ে আমি ঘটনা স্থল পরিদর্শন করেছি এবং ক্ষয়-ক্ষতির পরিমান তালিকা করে আমার উদ্ধতর্ন কতৃপক্ষের বরবার প্রেরন করা হয়েছে। সরকারি অনুদান আসলে আমারা ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর মাঝে বিতরণ করব।