74 বার পঠিত
সারাদেশে চতুর্থ পর্যায়ে ৫০টির মধ্যে ফরিদপুরের সদরপুরে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক স্বাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল সকাল ১১টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনির্মিত এসব মডেল মসজিদ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের জমাদারডাঙ্গীতে প্রায় ১৪ কোটি টাকা ব্যায়ে নির্মিত দৃষ্টি নন্দন মডেল মসজিদের ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, বীরমুক্তিযোদ্ধাসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উলামা ইকারম উপস্থিত ছিলেন।