1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
লক্ষ্মীপুরের রায়পুরে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে ভুক্তভুগীর সংবাদ সম্মেলন - দৈনিক দেশেরকথা
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম মোরেলগঞ্জ ফেরিঘাটে কাঠ বোঝাই ট্রাকের দুর্ঘটনা, রাতভর যানজটে ভোগান্তি “রাতে পড়া, দিনে চা বিক্রি “চলছে পিন্টুর জীবন যুদ্ধ ঝিকরগাছার গদখালী ফুল রাজ্যে হাইওয়ে পুলিশের ডিআইজি জাকারিয়ার মতবিনিময় সভা  ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নাভারন শাখায় গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত শেখ হাসিনার ’রাতের ভোট’ নিয়ে অনুসন্ধানে দুদক জাতিসংঘ মহাসচিবে সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ মোবাইল কলরেট ও ওষুধের ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার কিশোরগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন- দর্শনার্থীর ঢল  উলিপুর প্রেসক্লাবের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ পটুয়াখালী গলাচিপা সমলয় পদ্ধতিতে ধান চাষ কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরের রায়পুরে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে ভুক্তভুগীর সংবাদ সম্মেলন

মাহমুদুন্নবী সুমন
  • প্রকাশ সোমবার, ১৩ জুন, ২০২২

 166 বার পঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি>লক্ষ্মীপুরের রায়পুরে পূর্ব বিরোধের জের ধরে সাজানো মামলায় হয়রানি করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের উকিল আনোয়ার হোসেন মৃধাসহ অন্যদের বিরুদ্ধে। এ সংক্রান্ত মামলায় আপোষ মীমাংসার কথা বলে নগদ অর্থ হাতিয়ে নিয়েছে তারা। সোমবার (১৩ জুন) শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য  পাঠ করেন দেলোয়ার হোসেন ওরুপে আবু তাহের। তিনি রায়পুর উপজেলার পশ্চিম চরপাতা গ্রামের মৃত- হাজী আরব আলী মিয়াজীর ছেলে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, পশ্চিম চরপাতা গ্রামের বাসিন্দা মরিয়ম বেগম মুন্নী তার শশুরের ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ এনে একটি সাজানো মামলা দায়ের করেন ভুক্তভোগী আবু তাহের ও তার ছেলে তুহিনের বিরুদ্ধে। পরে এই মামলায় আপোষ মিমাংসা নামে তার ( দেলোয়ার গং) থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়া হয়।

মূলত পূর্ব বিরোধের জের ধরে প্রতিবেশী মাহবুব আলম, আব্দুল্লাহ আল মামুন ও আব্দুল্লাহ আল মাসুদের প্ররোচণায় ঘর পোড়ানো মামলা দেওয়া হয় বলে দাবি করেন ভুক্তভোগীরা। এছাড়া জমি ক্রয়-বিক্রয়ের নাম করে দেলোয়ার গংদের থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চক্রান্ত করেন প্রতিপক্ষেরর নিযুক্ত উকিল আনোয়ার মৃধা।

বাড়ির কাজের লোক দিয়ে বিভিন্ন সময়ে উকিলের পরামর্শে এসব মিথ্যা মামলায় হয়রানি ও ভয়ভীতি দেখায়। এসব বিষয়ে সুবিচার প্রার্থনা করেন তারা। এ সময় কর্তব্যরত সাংবাদিক ও পরিবারের অন্যান্য নারী সদস্যরা উপস্থিত ছিলেন।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park