1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanhrd74@gmail.com : desher kotha : desher kotha
  3. mdtanjilsarder@gmail.com : Tanjil News : Tanjil Sarder
শ্রীশ্রী অন্নকূট মহোৎসব ও গো-গোবর্ধন পূজা - দৈনিক দেশেরকথা
শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১১:১৫ পূর্বাহ্ন

শ্রীশ্রী অন্নকূট মহোৎসব ও গো-গোবর্ধন পূজা

মিলন বৈদ্য শুভ
  • প্রকাশ শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩

 70 বার পঠিত

রাউজান উপজেলা নোয়াপাড়া  ডুল্লাপাড়াস্হ   শ্রীশ্রী অন্নকূট মহোৎসব ও গো- গোবর্ধন পূজা ৯ম তম আবির্ভাব  উপলক্ষে মহত্ত্ব অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন শ্রী ঠাকুর নরোত্তম দাস বাবাজী মহারাজ, সন্মানিত প্রধান পৃষ্ঠপোষক জননেতা জনাব এ.বি.এম ফজলে  করিম চৌধুরী এমপি,  মাননীয় সভাপতি রেলপথ মন্ত্রনালয়  সম্পর্কিত সংসদীয় স্থায়ী  কমিটি। প্রশাসনিক সহযোগিতা নির্বাহী কর্মকর্তা রাউজান উপজেলা, ভারপ্রাপ্ত কর্মকর্তা রাউজান থানা,নোয়াপাড়া পুলিশ ক্যাম্প,জনাব,মোঃ বাবুল মিয়া, চেয়ারম্যান ১৩ নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ, বাবু প্রকাশ সরকার,সভাপতি দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদ,বাবু ম্যালকম চক্রবর্ত্তী,সাধারণ সম্পাদক দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদ,জনাব মোঃ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক নোয়াপাড়া ব্যবসায়ী সমিতি, বাবু তপন মল্লিক, ইউ পি সদস্য ১নং ওয়ার্ড ১৩ং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ, ডাঃ এস.কে মল্লিক, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ, ব্রজের রজ প্রাপ্তি শ্রী রঞ্জিত মল্লিক শ্রীশ্রী রাধা মুকুন্দ সেবা কুঞ্জ সন্মানিত ভূমি দাতা,ব্রজের জর প্রাপ্তি শ্রী বাবুল দে, শ্রী শ্রী রাধা মুকুন্দ সেবা কুঞ্জ সন্মানিত ভূমি দাতা, শ্রী সুমন মল্লিক,সাধারণ সম্পাদক, রাধা মুকুন্দ সেবাকুঞ্জ। উক্ত মহোৎসব  অনুষ্ঠানে প্রতিটি পর্বে রয়েছে মঙ্গল আরতি,শৃঙ্গার আরভ,মধ্যাহ্ন ভোগরতি,মহাপ্রসাদ আস্বাদন, সাংস্কৃতিক অনুষ্ঠান, দামোদর আরতি,নামসংকীর্ওন ও অন্নপ্রসাদ আস্বাদন। 

 অন্নকূট হিন্দুধর্মে অনেকক্ষেত্রেই মিলেমিশে যায় শাক্ত ও বৈষ্ণব উৎসব  শক্তি আরাধনার অন্যতম উৎসব হল কালীপুজো  তার ঠিক পরেই বৈষ্ণবদের গুরুত্বপূর্ণ গোবর্ধন উৎসব এবং অন্নকূট  বহু স্থানেই দুটি পার্বণ একসঙ্গে পালিত হয় কার্তিক মাসের শুক্লপক্ষের প্রথম দিনে পালিত হয় গোবর্ধন উৎসব 

ভাগবৎ পুরাণ অনুযায়ী এদিন শ্রীকৃষ্ণ নিজের কনিষ্ঠ আঙুলে তুলে ধরেছিলেন গোবর্ধন পর্বতকে প্রবল বৃষ্টি থেকে বৃন্দাবন শহরকে রক্ষা করতে, অর্থাৎ এভাবেই বিশ্ব ধরিত্রীকে রক্ষা করেন বিধাতা  তাই তাঁর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ উৎসর্গ করা হয় অন্নকূট অন্ন মানে ভাত কূট মানে পাহাড়  ভাতের পাহাড় সঙ্গে অন্যান্য নিরামিষ পদ  বৈষ্ণবদের মধ্যে বল্লভ সম্প্রদায়‚ চৈতন্যের গৌড়ীয় সম্প্রদায় এবং স্বামীনারায়ণ সম্প্রদায় পালন করে থাকে গোবর্ধন ও অন্নকূট উৎসব 

ভাগবৎ পুরাণ বলে‚ ইন্দ্র-কৃষ্ণ দ্বৈরথেই জন্ম গোবর্ধন উৎসবের ব্রজভূমিতে প্রচলিত ছিল হেমন্ত উৎসব ব্রজবাসীরা গোবর্ধন পর্বতে গিয়ে ইন্দ্রকে পুজো করত দূরবর্তী স্বর্গের দেবতাকে পুজো না করে বৃন্দাবনবাসী যেন কাছের দেবতাকে পুজো করেন চেয়েছিলেন কৃষ্ণ প্রবর্তন করলেন গিরিযজ্ঞ নিজেই পর্বত অবতারে শ্রদ্ধার্ঘ্য গ্রহণ করতেন 

সহ্য করতে না পেরে দেবরাজ ইন্দ্র প্রবল বর্ষণ ঘটালেন বৃন্দাবনের উপরে একনাগাড়ে সাতদিন ধরে শ্রীকৃষ্ণ কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বতকে তুলে তার নিচে আশ্রয় দিলেন সমগ্র নগরবাসীকে রণে ভঙ্গ দিলেন ইন্দ্র

বৃন্দাবনে গোবর দিয়ে বানানো হয় ঢিপি  গোবর্ধন পাহাড়ের প্রতীক তার উদ্দেশে উৎসর্গ করা হয় ছাপ্পান্ন রকম নিরামিষ ভোগপ্রসাদ ভাতের পাহাড় বানিয়ে তার ভিতরে সাজিয়ে দেওয়া হয় ভোগপ্রসাদ,  প্রদীপ জ্বালিয়ে বানানো হয় রঙ্গোলিও 

বিভিন্ন  মন্দিরে অধিষ্ঠিত দেব বিগ্রহের সামনেও উৎসর্গ করা হয় অন্নকূট  ভোরবেলা শুরু করে দ্বিপ্রহরের মধ্যে সমাপন হয় ভোগ প্রস্তুত শুভ আরভ  শ্রী শ্রী অন্নকূট মহোৎসব ও গো – গোবর্ধন পূজা  মানবের মঙ্গল কামনা বিভিন্ন দূর দূরান্ত  আগত ভক্ত বৃন্দ নর, নারী  সমাগম হয়।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২২-২০২৩ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park