1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
শেখ সেলিমের বনানীর বাসায় আগুন - দৈনিক দেশেরকথা
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম উসকানিমূলক কর্মকাণ্ডের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: প্রেস উইং শেখ সেলিমের বনানীর বাসায় আগুন কিশোরগঞ্জে কমিউনিটি পরিচ্ছন্নতা ও প্লাস্টিক সংগ্রহ দিবস উদযাপন  শেখ হাসিনার ডক্টরেট ডিগ্রি নিয়ে দুদকের অনুসন্ধান অভিনেত্রী মেহের আফরোজ গ্রেপ্তার ধানমন্ডির ৩২-এ ভাঙচুর ,যা বললেন উপদেষ্টা আসিফ  চুয়াডাঙ্গায় গুঁড়িয়ে দেয়া হলো মুজিবের ম্যুরাল, আ.লীগ অফিস ভাঙচুর ঠাকুরগাঁওয়ে চাঞ্চল্যকর হত্যা মামলায় ১১ আসামিকে জেল হাজতে প্রেরণ জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের শাহবাগ অবরোধ বরিশালে হাসনাত আব্দুল্লাহ ও আমুর বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা

শেখ সেলিমের বনানীর বাসায় আগুন

অনলাইন ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫

 14 বার পঠিত

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি শেখ সেলিমের বনানীর বাসায় গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এ তথ্য জানিয়েছেন।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার বলেন, রাজধানীর বনানীতে শেখ সেলিমের বাসায় আগুন দিয়েছে জনতা। নিরাপত্তাজনিত কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে যেতে পারেনি।এর আগে গত বুধবার রাতে শেখ মুজিবুর রহমানের ধানমণ্ডির ৩২ নম্বর বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ছাত্র-জনতা। বুলডোজার দিয়ে বাড়িটির বেশিরভাগই মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাসায় ও অফিসে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।এদিকে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা শক্তভাবে প্রতিহত করা হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে অন্তর্র্বতী সরকার।

বিবৃতিতে বলা হয়, ‘অন্তর্র্বতী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে। সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে। সরকার নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত।’

কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park