1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanhrd74@gmail.com : desher kotha : desher kotha
  3. mdtanjilsarder@gmail.com : Tanjil News : Tanjil Sarder
শেখপারা বাজার ব্যবসায়ীদের কাছে জিম্মি ইবি শিক্ষার্থীরা - দৈনিক দেশেরকথা
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৫:১০ পূর্বাহ্ন

শেখপারা বাজার ব্যবসায়ীদের কাছে জিম্মি ইবি শিক্ষার্থীরা

মোঃ হাছান
  • প্রকাশ বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

 54 বার পঠিত

ইবি প্রতিনিধি> ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) পার্শ্ববর্তী বাজারে নিত্য পণ্যের দাম লাগামহীন। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কথা বলে দাম বাড়িয়ে যাচ্ছেন বাজার ব্যবসায়ীরা। সবজি, মাছ, মাংস সবকিছুর দাম যেন লাগামহীন, শিক্ষার্থীদের ক্রয় ক্ষমতার বাহিরে।

বাজার ঘুরে দেখা যায়, প্রায় প্রতিটি সবজির দাম ৬০-১০০ টাকার মধ্যে, বেগুন ৮০ টাকা, ফুলকপি ১০০ টাকা, টমেটো ১২০ টাকা, পালম শাক   ৮০ টাকা, মুরগির মাংস ১৮০ টাকা ও গরুর মাংস ৭৫০ টাকা। তাছাড়াও বাজারে সবধরণের নিত্যপণ্যের দাম উর্ধ্বমুখী। 

শিক্ষার্থীদের একমাত্র ভরসা হলের ডাইনিং, তবে সাম্প্রতিক সময়ে খাবারের মুল্য বৃদ্ধি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় অধিকাংশ শিক্ষার্থীরা নিজ রুমে রান্না করে থাকেন। খরচে কমাতে বাজার থেকে প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে জীবন ধারণ করেন। বাজারে উর্ধ্বগতির প্রভাবে শিক্ষার্থীদের জীবন অসহনীয় হয়ে উঠেছে।

বাজার ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায় , শিক্ষার্থীরা অল্প পরিমাণে পণ্যদ্রব্য ক্রয় করেন তাই তাদের থেকে অতিরিক্ত দাম রাখতে হয় ব্যবসায়ীদের। সবজি ব্যবসায়ী আল-আমিন বলেন, তরকারির বাজার এমনিতেই গরম বেশি দামে কিনতে হয়। তারপর কেম্পাসের ছেলেরা কম সবজি কিনে। তাই দাম একটু বেশি রাখি সবসময় না, দাম কম থাকলে তখন সবজির দাম কম রাখি।

তবে শিক্ষার্থীরা বলছে ভিন্ন কথা রাজু নামের একজন শিক্ষার্থী বলেন, বাজার ব্যবসায়ীদের সিন্ডিকেটের প্রভাবে অতিরিক্ত দাম রাখেন ব্যবসায়ীরা। গ্রাম্য পরিবেশের  বাজার, আশে পাশে প্রতিটি গ্রামে চাষাবাদ হয় তারপরেও সবকিছুর দাম অযৌক্তিক ভাবে বেশি। পার্শ্ববর্তী কোন বাজার না থাকায় তাদের ইচ্ছেমতো দাম বাড়ায়, আমরা তো তাদের কাছে জিম্মি হয়ে পড়েছে ।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২২-২০২৩ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park