131 বার পঠিত
কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃমহান মুক্তিযুদ্ধের একাত্তরের রণাঙ্গনের অকুতোভয় বীর সেনানি বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
মতিয়ার রহমান নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার একজন তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা ও কিশোরগঞ্জ সদর ইউনিয়নের রুপালী কেশবা গ্রামের বাসিন্দা মৃত্যু বছর উদ্দিনের ২য় পুত্র ছিলেন। সোমবার দিনগত রাত ১টায় রংপুরের তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ পুরাতন চৌপতি ডাঙ্গাপাড়ার নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পর দিন মঙ্গলবার (১৪জানুয়ারি)বাদ আসর মরহুমের শশুরালয়স্থ তারাগঞ্জ কুর্শা পাকজান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদা ও ফুলের শ্রদ্ধা জ্ঞাপন শেষে জানাযার নামাজ সম্পন্ন করে একই এলাকার জিগাতলা কবরস্থানে সমাহিত করা হয়।
রাষ্ট্রীয়ভাবে গার্ড অব আনার প্রদান করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা, তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবুল,বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনিসহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও হাজারো ধর্মপ্রাণ মুসল্লী প্রমুখ। জানা যায় মৃত্যু কালে তিনি ২ স্ত্রী, ৪ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।