38 বার পঠিত
রাজাপুর প্রতিনিধি> জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে ঝালকাঠির রাজাপুর ও কাঁঠালিয়ার অসহায় দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এমন মন্তব্য করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সদস্য এম মনিরুজ্জামান মনির।
বৃহস্পতিবার দুপুরে কাঁঠালিয়া ও সন্ধায় রাজাপুর উপজেলা মুক্তিযোদ্ধা মিলনায়তনে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিভিউশন কোম্পানির পরিচালক মনিরুজ্জামান মনিরের উদ্যেগে ঝালকাঠি-১ আসনের রাজাপুর-কাঁঠালিয়া উপজেলার ২১ জন দরিদ্রদের মাঝে মোট ৯ লক্ষ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্যে মনিরউজ্জামান মনির বলেন, একমাত্র রাষ্টনায়ক আমার মা কেষ হাসিনার হাতে দেশ ও নেতৃত্ব আছে বলেই আমরা সবাই নিরাপদে আছি। রাজাপুর-কাঁঠালিয়ার পিছিয়ে পরা ও সাধারণ মনুষের উন্নয়নের জন্য আমি আজীবন কাজ করতে চাই। এ কাজ অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে আবারো ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট খায়রুল আলম সরফরাজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মৃর্ধা,সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ডেজলিং প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ১ নং সাতুরিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ মাইনুল হায়দার নিপু,২নং শুক্তাগড় ইউপি চেয়ারম্যান বিউটি সিকদার,৩ নং রাজাপুর সদর ইউপি চেয়ারম্যান তালুকদার নজরুল ইসলাম স্বপন, ৫নং বড়ইয়া ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন হাওলাদার,৬নং মঠবাড়ী ইউপি চেয়ারম্যান শাহ জালাল আহমেদ সহ আওয়ামী লীগের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দীর্ঘ দিন ধরে আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মনিরুজ্জামান মনির নিজ উদ্যেগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সমাজে পিছিয়ে পরা মানুষের জন্য এই সহায়তার ব্যবস্থা,বিভিন্ন সংকটময় মুহুর্তে মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য,আর্থিক সহযোগীতা সহ বিভিন্ন মানবিক কাজ করে এলাকায় বেশ আলোচনায় রয়েছেন