1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
রাত হলেই ইজিবাইক ও অটো ভ্যানের ১০ টাকার ভাড়া ২০০ টাকা,ক্ষিপ্ত পর্যটক।  - দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম বিপুল উৎসাহে বোরো আবাদে ব্যস্ত কৃষক সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ হিমেল হাওয়ায়  সহানুভূতির  উষ্ণতা  দুর্ঘটনার শিকার হলেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন আমরা আর বেশি দিন নাই ,চোরদের দ্বারা নির্বাচন আর করিয়েন না: উপদেষ্টা সাখাওয়াত ১৫০ কোটি টাকা অনুদান পেতে যাচ্ছেন জুলাই গণঅভ্যুত্থানের আহতরা ঊম্মাহ এইড নেটওয়ার্কের উদ্যোগে মোরেলগঞ্জ  শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ায় পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান, সরঞ্জাম জব্দ ফরিদপুরের সদরপুরে এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাত হলেই ইজিবাইক ও অটো ভ্যানের ১০ টাকার ভাড়া ২০০ টাকা,ক্ষিপ্ত পর্যটক। 

জাহিদুল ইসলাম জাহিদ
  • প্রকাশ রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

 50 বার পঠিত

পটুয়াখালীর সাগরকন্যা খ্যাত পর্যটননগরী, পর্যটন মৌসুমের শুরুতে শারদীয় দুর্গাপূজা আর সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে পর্যটকে টইটম্বুর কুয়াকাটা সমুদ্র সৈকত। তবে পর্যটকদের টার্গেট করে  অটো ভ্যান ইজিবাইক এই দুই সেক্টরে সব থেকে বড় সিন্ডিকেট হিসেবে কাজ করছে। এমনকি এই সিন্ডিকেট থেকে বাদ যায় না স্থানীয়রাও। দূর পাল্লার পরিবহন  রাত ১১টার পর থেকে কুয়াকাটার তুলাতলি বাসস্ট্যান্ডে আসা শুরু করে, সেটাকে কেন্দ্র করে  অটো ভ্যান সিন্ডিকেট একটি বড় সুযোগ নিয়ে থাকে ।রাত জখন বারোটা তখন শুরু হয় তাদের বড় সিন্ডিকেট। জনপ্রতি ১০ টাকার ভাড়া হয়-১৫০ থেকে ২০০ টাকাও বেশি। প্রতিবাদ  করতে গেলে  তাদের মুখের ভাষা অসহনীয়,কেউ কেউ তেরে আসে।

তবে এই দায়ভার নিজেদের কাঁধে  নিতে অস্বীকার করেছেন, কুয়াকাটার দুটি সংগঠন, ইজিবাইক সমবায় সমিতি লিমিটেড সভাপতি ও অটো ভ্যান সমিতির সভাপতি। 

তারা বলছেন, রাতে বহিরাগত কিছু লোক ঢুকে এই সিন্ডিকেট টা তৈরি করছেন এতে আমাদের সংগঠন সহ  কুয়াকাটা সুনাম নষ্ট হচ্ছে। অতি দ্রুত প্রশাসনের সহযোগিতা নিব। 

প্রায় দীর্ঘদিন পরে রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে সূর্যোদয় আর সূর্যাস্তের বেলাভূমি সাগর কন্যা খ্যাত কুয়াকাটা পর্যটকের মিলন মেলা বসেছে। এতে আনন্দ উল্লাসে মেতে উঠতে দেখা গিয়েছেন হোটেল মোটেল এবং সমুদ্রের পাড়ের ক্ষুদ্র ব্যবসায়ীদের, তবে ইজিবাইক ও অটোভ্যান ধারা অনেক পর্যটকই হয়রানি শিকার হয়েছে। 

শনিবার  (১২ অক্টোবর ) সরজমিনে গিয়ে দেখা যায়  শারদী দুর্গাপূজার লম্বা ছুটিতে পর্যটক কুয়াকাটার বিভিন্ন দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করছেন। বিভিন্ন দর্শনীয় স্থানগুলোর মধ্যে লেম্বুরচর,মিশ্রিপাড়া বৌদ্ধমন্দির,কুয়াকাটার কুয়া, গঙ্গামতির লেক এই স্পোর্ট গুলো সবার পছন্দের শীর্ষে থাকে। এ স্থানগুলো ঘিরেও রয়েছে বড় ধরনের সিন্ডিকেট যেখানে জনপ্রতি ১০০ থেকে ২০০ টাকা ভাড়া রয়েছে। সেখানে পর্যটকদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে ৫০০ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত, এতে ক্ষিপ্ত পর্যটক। 

ভুক্তভোগী পর্যটক রায়হান জানান,  সূর্যাস্ত দেখার উদ্দেশ্যে লেম্বুর চরে যাই সেখানে ফিরে এসে দুজনে এক হাজার টাকা দিয়েছি। অথচ অন্যজনকে মাত্র ৩০০ টাকা দিতে দেখেছি। এমন সিন্ডিকেট কুয়াকাটা চলতে থাকলে পর্যটন ক্ষেত ধ্বংস হয়ে যাবে। 

স্থানীয় পর্যটন ব্যবসায়ী জাকারিয়া জাহিদ ফেসবুকে স্ট্যাটাস এর মাধ্যমে তিনি লিখেন, দৃষ্টি আকর্ষণ কুয়াকাটার তুলাতলি বাসস্ট্যান্ডে  অটো ভ্যান সিন্ডিকেট একটি বড় সমস্যা।রাত জখন বারোটা তখন শুরু হয় তাদের সিন্ডিকেট। ১০ টাকার ভাড়া হয়-১৫০-২০০ টাকা, প্রতিবাদ  করতে গেলে  তাদের মুখের ভাষা অসহনীয়,কেউ কেউ তেরে আসে।কুয়াকাটা পৌর প্রশাসকের,দৃষ্টি আকর্ষণ করছি কুয়াকাটায় দূর পাল্লার পরিবহন আসে রাত ১১টার পর  সেই যাত্রীদের তুলাতলি বাসষ্ট্যান্ড না নামিয়ে কুয়াকাটা চৌরাস্তায়  যাত্রীদের নামিয়ে দেওয়া হোক।যাতে ট্যুরিস্ট এবং এলাকার মানুষ কোন ধরনের হয়রানি না হয়। অপ্রাপ্তবয়স্ক এবং অদক্ষ চালকের কারণে প্রচুর দুর্ঘটনার স্বীকার হচ্ছে তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

ইজিবাইক সমিতির সভাপতি মোঃ আব্দুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, রাতে যারা গাড়ি চালায় তারা বহিরাগতভাবে আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন থেকে এসে অতিরিক্ত ভাড়া আদায় করে পর্যটকদের হয়রানি করছেন। এর সাথে আমাদের সংগঠনের কোনো সংযুক্ত নেই, তবে আমরা চেষ্টা করছি অতি দ্রুত এগুলোকে চিহ্নিত করে প্রশাসনের সহযোগিতা নিয়ে পর্যটক বান্ধব কুয়াকাটা উপহার দিব।

ফোনে অটো ভ্যান সভাপতি মোঃ ইসমাইল জানান, আমাদের সংগঠনের যারা আওতায় রয়েছে সবাইকে একটি নিয়মের মধ্যে চলতে হয়। এবং ভাড়া নির্ধারণ করা রয়েছে রাত গহীন হলে বাস টার্মিনাল থেকে কুয়াকাটা যে কোন হোটেলে নিলে জনপ্রতি ১০ টাকার ভাড়া ২০ টাকা করার নির্দেশ রয়েছে। তবে যারা ১৫০ থেকে ২০০ টাকা নিচ্ছে তারা আমাদের সংগঠনের কেউ নয় বরং যদি সংগঠনের কোন ব্যক্তি এরকম সিন্ডিকেটের সাথে জড়িত থাকে তাহলে তাকে সংগঠনের পক্ষ থেকে কঠোর বিচারের আওতায় আনা হয়। 

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম বলেন,বিষয়টা আমি আপনার মাধ্যমে শুনেছি অবশ্যই এটা বড় সিন্ডিকেট,  আমরা যাতে সূর্যোদয় সূর্যাস্তের বেলা ভূমি সাগরকন্যা কুয়াকাটাকে সিন্ডিকেট মুক্ত রাখতে এ বিষয়ে মাঠ পর্যায় তদন্ত রয়েছে এবং ইজিবাইক ও অটো ভ্যান এই দুই সংগঠনের সাথে  বসে সুন্দর একটি সিদ্ধান্তে নিব। 

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park