রাজাপুর প্রতিনিধি>
রবিবার সকাল ৯ ঘটিকায় সময়ে ঝালকাঠির রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান খান পরিষদ সভা কক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রেস ব্রিফিং করেন। মুজিব বর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের দেশের সকর ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যত্রুম চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আগামী ২৬ এপ্রিল ২০২২ তারিখ মঙ্গলবার সকার ১০.৪৫ মিনিট এর সময় একযোগে দেশের উপজেলা পর্যায়ে ৩য় পর্যায়ের উপকারভোগী পরিবারের নিকট জমি ও গৃহ প্রদান কার্যত্রুমের শুভ উদ্ধোধন করবেন।
৩য় পর্যায়ে রাজাপুর উপজেলায় ৫০ জন জমি ও গৃহহীন পরিবার মাথা গোঁজার ঠাই পাবেন। প্রধানমন্ত্রীর এ মহৎ উদ্দেশ্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ পরিবেশন করার জন্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের আহবান জানান।
এ সভায় উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুউজ্জামান,উপজেলার ৬ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ,সহকারী কমিশনার ভুমি অনুজা মন্ডল,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।