রাজাপুর প্রতিনিধি> ঝালকাঠির রাজাপুরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য জীবীদের মাঝে ১৫ টি বকনা গরু বিতরণ করা হয়েছে। ২০ জুন সোমবার বিকাল ৪ টায় রাজাপুর উপজেলা পরিষদ চত্বরে গরু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের উপপরিচালক মোঃ আনিছুর রহমান তালুকদার।
উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান খান এর সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরউজ্জামান। জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, রাজাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু প্রমুখ।
অনুষ্ঠান শেষে ১৫ জন মৎস্যজীবীদের হাতে বকনা গরু তুলে দেন অতিথি বৃন্দরা। এমএফও মোঃ মাহমুদুল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস অফিসার মোঃ মোজাম্মেল হক।