116 বার পঠিত
ঝালকাঠির রাজাপুরে নানা আয়োজনে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। রাজাপুর উপজেলা প্রশাসন ও আইসিটি অধিদপ্তরের আয়োজনে (১৮ অক্টোবর) বুধবার সকাল ৯ টায় শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রদান প্রদন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায়, সহকারি কমিশনার ভুমি হাসান মোহাম্মদ শায়াইব, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, প্রাণী সম্পদ কর্মকর্তা দীনেশ চন্দ্র মজুমদার ,উপজেলা আইসিটি সহকারী প্রোগ্রামার জাহাঙ্গীর আলম ,বীর মুক্তিযোদ্ধা বৃন্দ সহ বিভিন্ন দম্পরের সরকারি কর্মকর্তারা-কর্মচারি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।