1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
রাজাপুরে উফশি আউশ চাষে ১হাজার ৯৫০জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন - দৈনিক দেশেরকথা
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম ইন্টারপোলে হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন ১৪০ কোটি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে মেটা ৪ বিয়ে করে বিপদে বৃদ্ধ, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার মুখোমুখি সুন্দরবনের উপকূলে পানি সংকটে ধানের মাঠ শুন্য, খাল ভরাটে বোরো চাষে বিপর্যয়    উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত বরিশালবাসী, চীনের দেয়া মেডিকেল কলেজ হাসপাতাল বরিশালে হলে উপকৃত হবে ২২ জেলার  মানুষ  ঝালকাঠিতে কেন্দ্র সচিবসহ ৯ শিক্ষককে অব্যাহতি, ১২ পরীক্ষার্থী বহিষ্কার  কাঁঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু  ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১৩ রাজাপুরে উফশি আউশ চাষে ১হাজার ৯৫০জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন বৈদেশিক মুদ্রা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবে প্রবাসীরা

রাজাপুরে উফশি আউশ চাষে ১হাজার ৯৫০জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

মো. নাঈম হাসান ঈমন
  • প্রকাশ মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

 38 বার পঠিত

রাজাপুর সংবাদদাতাঃ ঝালকাঠির রাজাপুর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের খরিপ-১/২০২৫-২৬ মৌসুমে উফশি আউশ চাষে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসা: শাহিদা শারমিন আফরোজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ।

অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা মোসা: শাহিদা শারমিন আফরোজ বলেন, আমরা চাই, রাজাপুরের প্রতিটি কৃষক আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদে অভ্যস্ত হোক এবং নিজের জমিতে বেশি ফলন তুলতে সক্ষম হোক। এই বীজ ও সার বিতরণ তারই একটি ধাপ।“কৃষি ক্ষেত্রে যে বিপ্লব ঘটেছে, তারই ধারাবাহিকতায় আজকের এ প্রণোদনা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ বলেন, “সরকারের লক্ষ্য কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে বেশি ফলন নিশ্চিত করা। এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে আমাদের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা লাভবান হবেন। কৃষিকে এগিয়ে নিতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে, কৃষি অফিস, প্রশাসন ও কৃষকের মধ্যে সমন্বয় প্রয়োজন।”

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল্লাহ, রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শতাধিক কৃষক-কৃষাণী।

অনুষ্ঠানে জানানো হয়, এ কর্মসূচির আওতায় উপজেলার ছয়টি ইউনিয়নের মোট ১ হাজার ৯৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে পর্যায়ক্রমে উফশি আউশ চাষের জন্য বিভিন্ন প্রকার উন্নত জাতের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হবে। অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেক কৃষক ও কৃষাণীর হাতে আনুষ্ঠানিকভাবে এসব উপকরণ তুলে দেওয়া হয়।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park