76 বার পঠিত
ঝালকাঠির রাজাপুরে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের অভিষেক উপলক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে সংগঠনের আয়োজনে উপজেলার হাজিরহাট এলাকায় দোয়া ও সংগঠনের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। রাজাপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা মুহাম্মদ ইদ্রিস আলম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা শুরা সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শাহিনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আবু ইউসুফ। এছাড়াও সংগঠনের অর্থ সম্পাদক মো. আজিজুল হাকিম, মাওলানা নুরুজ্জামান নোমানী ও উপদেষ্টা পনু মৃধা প্রমূখ। অনুষ্ঠানে সংগঠনের তিনজন উপদেষ্টা সহ ৫১ সদস্যের কমিটির পরিচিতি প্রদান করা হয়। আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা সহ দেশ ও জাতির কল্যান কামনায় দোয়া মোনাজাত করা হয়।