1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanhrd74@gmail.com : desher kotha : desher kotha
  3. mdtanjilsarder@gmail.com : Tanjil News : Tanjil Sarder
রাজাপুরে ইলিশ রক্ষা অভিযানে হামলায় আহত ৬, অর্ধশত জেলের নামে মামলা দায়ের - দৈনিক দেশেরকথা
শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১২:০১ অপরাহ্ন

রাজাপুরে ইলিশ রক্ষা অভিযানে হামলায় আহত ৬, অর্ধশত জেলের নামে মামলা দায়ের

এম খায়রুল ইসলাম পলাশ
  • প্রকাশ বুধবার, ১ নভেম্বর, ২০২৩

 36 বার পঠিত

ঝালকাঠির রাজাপুরের বিষখালি নদীতে ইলিশ রক্ষা অভিযানের সময় জেলেদের হামলায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও দুই আনসার সদস্য’সহ ৬ জন আহত হয়েছে। এ ঘটনায় প্রায় অর্ধশত জেলের নামে মামলা দায়ের করা হয়েছে। ৩১ অক্টোবর মঙ্গলবার সন্ধায় উপজেলার উত্তর পালট এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার সকালে রাজাপুর থানায় অর্ধশত জেলেকে আসামী করে উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় বাদী হয়ে মামলা দায়ের করেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হোসেনের নেতৃত্বে বিষখালি নদীর উত্তর পালট এলাকায় অভিযান চালিয়ে জাল ও নৌকা আটকের চেষ্টা করলে প্রায় অর্ধশত জেলেরা তাদের উপড়ে হামলা চালায়। হামলায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হোসেন, মৎস্য অফিসের ফিল্ড অফিসার কমলেশ বিশ্বাস, সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী জাকির হোসেন, আনসার সদস্য কবির সিকদার, স্বপন সিকদার, ট্রলার চালক নজরুল ও সহকারি শামিম আহত হন। আহতরা রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় জানান, এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখ্যপূর্বক আরও ৩০/৩৫ জনকে আসামী করে মোট ৪৭ জনের বিরুদ্ধে মামলা (নং-১, তারিখ-১/১১/২৩) রুজু করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে এখন পযন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২২-২০২৩ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park