এমখায়রুল ইসলাম পলাশ,রাজাপুর> ঝালকাঠির রাজাপুরে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ পারভেজ মৃর্ধা (২৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। উপজেলার মঠবাড়ী ইউনিয়নের বাঘরী এলাকা থেকে ২৩ এপ্রিল শনিবার গভীর রাতে তাকে আটক করা হয়েছে।
আটককৃত পারভেজ মৃর্ধা একই এলাকার মোঃ চান মৃর্ধার ছেলে।পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে পারভেজকে তার নিজ এলাকা থেকে আটক করে এবং তার কাছ থেকে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
পারভেজের বিরুদ্ধে এর আগেও রাজাপুর থানায় মাদক মামলা রয়েছে।রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, আটককৃত পারভেজ মৃর্ধার বিরুদ্ধে রাজাপুর থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে এবং আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হযেছে।