138 বার পঠিত
অনেক জল্পনা কল্পনার মাধ্যমে দীর্ঘ সময় অপেক্ষার অবসান ঘটিয়ে ঝালকাঠির রাজাপুর উপজেলার ৩৫ নং ছোট কৈবর্ত খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
২৫ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১.০০ ঘটিকায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে এ নির্বাচনঅনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে এগারো সদস্য ভোটার উপস্থিতির মাধ্যমে দুইজন শিক্ষক প্রতিনিধি তাদের ইচ্ছায় ভোট প্রধান না করায় বাকি নয় সদস্যদের মধ্যে ভোট অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে দুইজন প্রর্থী মোঃ নুর হোসেন সুমন এবং মোঃ বসিরুল ইসলাম (শিক্ষক) পতিদদ্বিতা করেন।মোঃ নুর হোসেন সুমন ও মোঃ বসিরুল ইসলাম (শিক্ষক) এই নির্বাচনে নয় জোটের মধ্যে মোঃ নুর হোসেন (সুমন) পাঁচ ভোট ও মোঃ বসিরুল ইসলাম তিন ভোট পায়। বাকি এক ভোট বাতিল বলে গন্যহয় এবং সহ-সভাপতি পদে একজন প্রার্থী মোসাঃ শিউলী আক্তার থাকায় তাকে বিজয়ী ঘোষণা করা হয়।
উক্ত নির্বাচন পরিচালনা করেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রিয়াজ উদ্দিন।