রাজবাড়ী প্রতিনিধি>
রাজবাড়ীর পাংশায় প্রাইভেটকার ও তরমুজ ভর্তি ট্রাকের মূখোমুখি সংঘর্ষে মাহাবুবুর রহমান (৩৬) নামের প্রাইভেটকার চালকের মৃত্যু হয়েছে। এছাড়াও ট্রাক চালক ও হেলপার আহত হয়েছে। আহতদের নাম পরিচয় যানাজায়নি। নিহত মাহাবুবুর রহমান শিরাজগঞ্জ সদর উপজেলার আমলাপাড়া এলাকার আবুল কালামের ছেলে।
শনিবার(৩০ এপ্রিল) রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের আমতলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
পাংশা হাইওয়ে থানা পুলিশ ও স্থানীদের সুত্রে জানা যায়, কুষ্টিয়াগামী তরমুজবাহী (ঢাকা মেট্রো-ট- ২২-৩৪ ৪৩) ট্রাকটি মহাসড়কের আমতলা মোড়ের বাঁক অতিক্রমকালে রাজবাড়ী মুখি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৬- ৭৯৫৩) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িই রাস্তার দুপাশে পড়ে যায়।
এ সময় ঘটনাস্থলেই প্রাইভেটকার চালকের মৃত্যু হয়। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
এদিকে রাজবাড়ীর দৌলতদিয়ায় বাংলাদেশ হ্যাচারির সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. শহিদুল ইসলাম (৫০) নামে এক গামেন্টস শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (৩০ এপ্রিল) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
শহিদুল ইসলামের সঙ্গে থাকা পরিচয়পত্র দেখে জানা গেছে তিনি ঢাকা মিরপুর এলাকার আগামী ফ্যাশনস লিমিটেডে কর্মরত। তিনি বাগেরহাট জেলার রামপাল থানার চন্দ্রখালী গ্রামের মৃত শেখ জিন্নাত আলীর ছেলে।
আলাদীপুর হাইওয়ে থানার সার্জেন্ট জয়ন্ত সরকার জানান, বিকেলে দৌলতদিয়া ঘাট থেকে গোয়ালন্দ মোড়গামী মোটরসাইকেলটিকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে চালক ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।