62 বার পঠিত
“স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়” এই প্রতিপাদ্য কে সামনে রেখে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সোমবার থেকে রোববার (২২-২৮মে) পর্যন্ত চট্টগ্রামের রাউজানেও ভূমিসেবা সপ্তাহ ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে।
২২ মে সোমবার সকালে রাউজান উপজেলা ভূমি অফিস কতৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ রিদুয়ানুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনির হোসাইন, মৎস কর্মকর্তা পিযুষ প্রভাকর, ভূমি অফিসের কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস, শান্তি জীবন চাকমা, চৌতি চাকমা প্রমুখ।
উল্লেখ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করা স্মার্ট ভূমিসেবার মূল অংশীজন হিসেবে দেশের জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা বিষয়ে সকলকে অবগত করা ও ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারের সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই এ বছরের ভূমি সেবা সপ্তাহের মূল লক্ষ্য।
এছাড়াও ভূমিসেবা সপ্তাহকালীন বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে বেশকিছু ভূমিসেবা প্রদান করা হবে বলে জানান কতৃপক্ষ।