101 বার পঠিত
নীলফামারী প্রতিনিধি>রংপুরে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার সরকার মাজহারুল মান্নানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দাখিল করা হয়রানি মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নীলফামারীর কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।উপজেলা রিপোর্টার্স ইউনিটি,কিশোরগঞ্জ প্রেসক্লাব,জাতীয় সাংবাদিক সংস্থা ও বাংলাদেশ প্রেসক্লাবের আয়োজনে সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে ঘন্টাব্যাপি মানববন্ধন হয়।
এসময় বক্তরা বলেন,যমুনা টেলিভিশনের ‘ক্রাইম সিন’ এ সড়ক ও জনপদ বিভাগের জমি জালিয়াতি করে রেজিষ্ট্রি বায়না দলিল করা সংক্রান্ত মামলায় এক বছর কারাদণ্ডপ্রাপ্ত ও তিনটি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রংপুর সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর জাকারিয়া আলম শিপলু কর্তৃক সরকার মাজহারুল মান্নানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি ভিত্তিহীন হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করেন।
অনতিবিলম্বে ওই মিথ্যা মামলা প্রত্যাহারসহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে সংবাদ কর্মীদের স্বাধীনভাবে কাজ করার দাবী জানান। এ মানববন্ধন কর্মসূচিতে উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,সহ-সভাপতি ও আজকালের খবর পত্রিকার উপজেলা প্রতিনিধি কাওসার হামিদ,সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের সংবাদ ও দৈনিক দেশেরকথা’র পত্রিকার প্রতিনিধি আনোয়ার হোসেন,জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি ও দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার প্রতিনিধি সামসুজ্জামান সুমন,সাধারণ সম্পাদক ও বায়ান্নোর আলো পত্রিকার প্রতিনিধি সোহান মিয়া,বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক অধিকরণ পত্রিকার প্রতিনিধি দেলোয়ার হোসেন, মফস্বল সাংবাদিক ফোরামের সদস্য সচিব ও দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি আব্দুর রউফ হায়দার,কিশোরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক পিএম ওয়াজেদসহ আরও অনেকে।