52 বার পঠিত
রংপুর নগরীতে ৩৭০ জন তৃতীয় লিঙ্গ ঐক্যবদ্ধ হয়ে অবহেলিত, বঞ্চনা এবং ভিক্ষাবৃত্তি বাদ দিয়ে নিজেদেরকে সাবলম্বী করে গড়ে তুলতে সকলকে তাক লাগিয়ে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন রুপান্তর।
রবিবার ( ২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের হলরুমে তৃতীয় লিঙ্গদের এই ভিন্ন উদ্যোগ রুপান্তরের যাত্রা শুরু হয়।
এসময় মম চৌধুরীর সঞ্চালনায় নিজেদেরকে সমাজে তুলে ধরতে এবং মাথা গোঁজার ঠাঁইয়ের দাবি করেন তৃতীয় লিঙ্গের সর্দার, ন্যায় অধিকার তৃতীয় লিঙ্গের সভাপতি আনোয়ারা ইসলাম রাণী সচেতন হিজরা অধিকার সংঘ শাখার প্রতিষ্ঠাতা ইভান আহমেদ কথা, , রংপুর জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল মতিন, প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান প্রমূখ।
এছাড়াও তৃতীয় লিঙ্গদের এগিয়ে যাওয়ার দিকনির্দেশনা, সমাজে নিজেদেরকে উপস্থাপণ, সুযোগ- সুবিধা দেয়ার অঙ্গীকার করে বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। এক লাখ টাকা নিয়ে চ্যালেঞ্জিং এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আরও ৫০ হাজার টাকা উপহার দেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান। তাদের এগিয়ে যাওয়ায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।