97 বার পঠিত
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভার যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাতে চৌমুহনী পৌরসভার মোরশেদ আলম কমপ্লেক্সের হল রুমে এ কর্মসূচি উদ্বোধন করেন নোয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বেগমগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ এবিএম জাফর উল্ল্যা।
তিনি বলেন, যুবকরাই গড়তে পারবে আগামীর সোনার বাংলা, এ বাংলাদেশর ভাগ্য তাদের হাতে। তারা তাদের মেধা, শ্রম দিয়ে বাংলাদেশর উন্নয়ন ঘটাবে।
যুবলীগ সবসময়ই আন্দোলন সংগ্রামের নেতৃত্বে ছিল। তাদেরকে আরো সুশৃঙ্খল হয়ে দলের কান্তিক সময়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।
বিশেষ অতিথি ছিলেন চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র ও চৌমুহনী পৌর আওয়ামীলীগের সভাপতি আক্তার হোসেন ফয়সল।
তিনি যুবলীগের অতীতের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, যুবকরাই পারে দেশের অর্থনৈতিক ও সামাজিক কাঠামো শক্তিশালী করতে। যুবলীগ সামনের আগামীর বাংলাদেশ গড়তে সক্রিয় ভূমিকা রাখবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক আমিনুল হক মুন্না সভাপতিত্বে
জেলা যুবলীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক মজিবুল হক এর উপস্থাপন আরও উপস্থিত ছিলেন,
নোয়াখালী জেলা পরিষদের সাবেক সদস্য জি.এস মোশাররফ।
বেগমগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মজিবুর রহমান বাচ্চু।
উপজেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যান সম্পাদক মোরশেদ আলম। সদস্য হায়দার জাফর হাবীব সহ আওয়ামীলীগ, যুবলীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা।
পরে অতিথিরা যুবলীগের যোগ দেয়া সদস্যকে ফরম তুলে দেন।