1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanhrd74@gmail.com : desher kotha : desher kotha
  3. mdtanjilsarder@gmail.com : Tanjil News : Tanjil Sarder
যমুনা ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় জেলা বিএনপির নেতাসহ১১ জন আটক - দৈনিক দেশেরকথা
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৬:১৬ পূর্বাহ্ন

যমুনা ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় জেলা বিএনপির নেতাসহ১১ জন আটক

শাহ্ আলী বাচ্চু
  • প্রকাশ মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

 69 বার পঠিত


  

জামালপুরের সরিষাবাড়ীতে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় জামালপুর শহর বিএনপির সভাপতি লিয়াকত আলীসহ ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।   
মামলা সূত্রে জানা যায়, জামালপুরের সরিষাবাড়ী রেলস্টেশনে গত শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলীসহ ৪২ জন বিএনপি নেতাকর্মীর নামে ও অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে জামালপুর রেলওয়ে থানায় মামলা দায়ের করেন সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মো: আব্দুল কাদের।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলজার হোসেন জানান, জামালপুর শহরস্থ বাজারিপাড়া থেকে জামালপুর সদর থানা পুলিশ এজাহারভুক্ত আসামি বিএনপি নেতা লিয়াকত আলীকে গ্রেফতার করা হয়েছে । তাছাড়া গতরাত থেকে সোমবার সকাল পর্যন্ত সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন স্থান থেকে অজ্ঞাত হিসেবে মোট ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার  (২০ নভেম্বর)  দুপুরে গ্রেফতারকৃত আসামিদের  জামালপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে , আদালত   তাদেকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ।    

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২২-২০২৩ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park