1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
মোরেলগঞ্জ ফেরিঘাটে কাঠ বোঝাই ট্রাকের দুর্ঘটনা, রাতভর যানজটে ভোগান্তি - দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম আরো ৬০ দিন বাড়লো সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রিসি ক্ষমতা বেনাপোল সীমান্ত থেকে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি কম্বল সহ বিভিন্ন পন্য আটক আছিয়ার দাফন সম্পন্ন, অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন গলাচিপায় খুন ধর্ষণ মব জাস্টিস ও চাঁদাবাজি সহ আইনশৃঙ্খলার অবনতি জন্য মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।  আছিয়ার মরদেহের সঙ্গে মাগুরায় গেছেন উপদেষ্টা ফরিদা আখতার মাগুরায় নির্যাতনের শিকার শিশুটির মৃত্যুতে প্রধান উপদেষ্টার গভীর শোক প্রকাশ সাত দিনের মধ্যে শিশু ধর্ষণের বিচারের কাজ শুরু হবে : আইন উপদেষ্টা ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন পালনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা মাগুরায় দর্শনের শিকার সেই শিশুটি মারা গেছে দেশে ফিরছে লিবিয়ায় আটকে পড়া ১৭৬ বাংলাদেশী

মোরেলগঞ্জ ফেরিঘাটে কাঠ বোঝাই ট্রাকের দুর্ঘটনা, রাতভর যানজটে ভোগান্তি

মোঃ এখলাস শেখ
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫

 123 বার পঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জ ফেরিঘাটে কাঠ বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেরির ব্যারিয়ার ভেঙে অর্ধেক নদীতে পড়ে গেছে। বুধবার ভোর রাত ৩টার দিকে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ট্রাকের চালক ও সহকর্মীসহ ৫ জন অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ফেরিতে ওঠার সময় ভারসাম্য হারিয়ে ট্রাকটি ফেরির ব্যারিয়ার ভেঙে অর্ধেক অংশ নদীতে পড়ে যায়। ট্রাকটির সামনের অংশ পানিতে ডুবে গেলেও পেছনের অংশ ফেরির সঙ্গে আটকে থাকায় ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার পর রাত থেকেই ফেরিঘাট এলাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। যানবাহনগুলো আটকে থাকায় যাত্রী ও চালকদের দীর্ঘক্ষণ ভোগান্তিতে পড়তে হয়।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারে ক্রেন ও বিশেষ যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। মোরেলগঞ্জ ফেরিঘাটের খালাসি মো. মজিবর রহমান বলেন, “ট্রাকটির অতিরিক্ত ওজন ও চালকের অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। দ্রুত সমস্যার সমাধানে কাজ চলছে।”

দুর্ঘটনার বিষয়ে ট্রাকচালক মো. রুবেল জানান, “রাত ১২টার দিকে পল্লীমঙ্গল বাজার থেকে ১৫ টন কাঠ বোঝাই করে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিই। ফেরিতে ওঠার পরপরই ভারসাম্য হারিয়ে ট্রাকটি ব্যারিয়ার ভেঙে অর্ধেক নদীতে পড়ে যায়। গাড়িতে আমরা ৫ জন ছিলাম। আল্লাহর রহমতে সবাই বেঁচে গেছি।”

সকালে উদ্ধার কাজের ধীরগতির কারণে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিকল্প ফেরির ব্যবস্থা করে। তবে যানজট পুরোপুরি নিরসনে আরও সময় লাগবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এদিকে স্থানীয়রা জানান, ফেরিঘাটে এমন দুর্ঘটনা নতুন নয়। তারা অভিযোগ করেন, পানগুছি সেতু নির্মাণের প্রতিশ্রুতি বহুদিনের হলেও এখনও কার্যক্রম শুরু হয়নি। স্থানীয় এক ব্যক্তি বলেন, “পানগুছি সেতু নির্মাণ হলে হয়তো এই ধরনের দুর্ঘটনা ও যানজটের ভোগান্তি কমে আসবে। কিন্তু আমরা সরকারের কোনো পদক্ষেপ লক্ষ্য করছি না।”

ফেরিঘাটের এই দুর্ঘটনা ফেরি এলাকার মানুষের জীবনযাত্রায় অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করেছে। দ্রুত সমাধানের দাবিতে স্থানীয়রা কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছেন।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park