177 বার পঠিত
বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলায় ৩০৯টি প্রাথমিক বিদ্যালয় ৬৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬৪টি মাদ্রসাসহ মোট ৪৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানে গুনগত ও অংশগ্রহণ মূলক ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লার্নিং সেন্টার পরিচালনা, শিক্ষকদের টিওটি প্রশিক্ষণ প্রদান, শিক্ষা উপকরণ প্রদান, বিদ্যালয়ের সীমানায় থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ, অভিভাবক সমাবেশ এবং শিক্ষা প্রতিষ্ঠানে ইভটিসিং নিরোধসহ শ্রেণীকক্ষে পাঠদান তদারকির মাধ্যমে শিক্ষা খাতে ব্যাপক গুণগত পরিবর্তন আনায়ন করেছেন। সততা এবং নির্ভীকতার স্বীকৃতি হিসাবে তিনি এই বছর শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান শ্রেষ্ঠ বিভাগীয় অফিসার নির্বাচিত হওয়ায় মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবু সালেহ সাধারণ সম্পাদক এইচ এম জসিম উদ্দিন, সহ-সভাপতি কে এম শহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মেজবা ফাহাদ, সাবেক সভাপতি এইচ এম শহিদুল ইসলাম প্রমুখ।