91 বার পঠিত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের অভিযোগে রাজধানীর রমনা থানায় করা মামলায় আজ রোববার (২৯ অক্টোবর) রাতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সিএমএম) বিচারক শফি উদ্দিন এই আদেশ দেন।
এদিন রাত ৮টা ১০ মিনিটের দিকে মির্জা ফখরুলকে সিএমএম আদালতে হাজির করা হয়। এ সময় বিএনপির মহাসচিবকে কারাগারে আটকে রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অপরদিকে, মির্জা ফখরুলের আইনজীবী তাঁর জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক এই আদেশ দেন।
তবে, রিমান্ড আবেদন না থাকায় বিএনপির মহাসচিবকে আদালতের কাঠগড়ায় হাজির করা হয়নি বলে আদালত সূত্রে জানা গেছে। সূত্র জানিয়েছে, এ সময় তাঁকে আদালতের হাজতখানায় রাখা হয়।
আজ সকালে মির্জা ফখরুলকে তাঁর গুলশানের বাসা থেকে আটক করে ডিবি পুলিশ। পরে প্রধান বিচারপতির বাসায় হওয়া হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাঁকে।