149 বার পঠিত
রাজধানীর মালিবাগের অবস্থিত সরকারি কর্মকর্তা ও কর্মচারী আবাসনের এক ঝাঁক তরুণ যুব সমাজের উদ্যোগ কলোনি-সহ অনেকের কাছ থেকে আর্থিক সহযোগিতা নিয়ে গরীব অসহায় ও এতিম দুস্ত প্রায় চারশত রোজাদারদের মাঝে গতকাল শনিবার ইফতার বিতরণ করেন।
যুব সমাজের এই মহৎ উদ্যোগে সাধুবাদ জানায় কলোনির সকলে।
এসময় ফারুক হোসেন দেশেরকথাকে জানায় যুবসমাজের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা এই ইফতারির উদ্যোগ হাতে নিয়েছি, আমরা প্রতি বছর এই কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করব। তিনি আরো বলেন রাজধানীর বঙ্গবাজারের যে অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে এটা খুবই মর্মান্তিক দুঃখজনক আমরা কলোনির যুব সমাজরা শোকাহত।
সর্বশেষ বলেন এই ইফতারি আয়োজনে আমাদের সাথে যারা পরিশ্রম করেছেন সবাই খুবই আন্তরিক এ কারণে আমরা এ মহৎ কাজ করতে সক্ষম হয়েছি আমাদের জন্য সকলে দোয়া করবেন।