হবিগঞ্জ জেলা প্রতিনিধি>হবিগঞ্জের মাধবপুর পৌর শহরকে যানজট মুক্ত রাখার জন্য বেশ কয়েক দিন যাবত কঠোর ভুমিকা পালন করতে দেখা গেছে মাধবপুর ট্রাফিক জোনকে এবং এরই ধারা বাহিকতায় প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে আসছে মাধবপুর পৌর শহরের বিভিন্ন পয়েন্টে যানযট সৃষ্টিকারী যানবাহন গুলোকে জরিমানার আওতায় আনা হচ্ছে।
সরেজমিনে মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় ঘুরে দেখা গেছে শনিবার (৩০-এপ্রিল) সকাল ১০ টায় পৌর শহরের মাধবপুর ডাক বাংলা থেকে শুরু হওয়া এ অভিযান ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে।
অভিযান পরিচালনা করা হয় সময় অবৈধ স্থানে গাড়ি পাকিং সহ গাড়ির কাগজ ঠিক না থাকায় কয়েকটি যানবাহনকে জরিমানা করে মামলা করা হয়। এছাড়াও অর্ধ্বশতাধিক অটো ব্যাটারি চালিত অটোরিকশা আটক করা হয়।
মাধবপুর ট্রাফিক জোনের ইন্সপেক্টর টিআই মোহাম্মদ রমজান আলী মিয়া বলেন হবিগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলিপিপিএম বার স্যারের কঠোর নির্দেশে মাধবপুর পৌর শহরকে যানজট মুক্ত করার লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়েছে আমাদের এই অভিযান প্রতিনিয়ত পরিচালিত হবে।
তিনি আরো বলেন ট্রাফিক জোনের পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা এবং সাধারণ জনগণকেও যানজট নিরসনে এগিয়ে আসতে হবে। বিশেষ করে জনসাধারণকে সচেতন হতে হবে এছাড়া যানযট সৃষ্টিকারী যানবাহন গুলোকে কোন প্রকার ছাড়া দেয়া হবে না।
এ সময় মাধবপুর ট্রাফিক জোনের টি আই মোহাম্মদ রমজান আলী মিয়া নেতৃত্বে এ টি এস আই আতিক রহমান আতিক সহ মাধবপুর ট্রাফিক জোনের কিছু সদস্য এ অভিযানে অংশগ্রহণ করেন।