114 বার পঠিত
মাদারীপুরের ডাসারে নিহতের লাশ নিয়ে বিচারের দাবিতে মানববন্ধন করে নিহতের স্বজনরা। আজ বিকেলে ডাসার উপজেলার পাথুরিয়াপাড় বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়,গতকাল মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পৌরসভার দক্ষিণ রাজদী এলাকায় কালকিনি উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহিন ফকির এর স্ত্রী তনিমা চৌধুরী চৈতী(২২) কে তার নিজ স্বামীর ঘর থেকে ফ্যানে সাথে গলায় রশি প্যাচানো অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন কালকিনি থানা পুলিশ। নিহত চৈতী ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়া কাজী বাঁকাই এলাকার সেলিম চৌধুরীর মেয়ে। আজ ময়নাতদন্তের শেষে নিহতের লাশ নিয়ে বিচারের দাবিতে মানববন্ধন করেন তার স্বজনরা।
নিহত গৃহবধুর বাবা সেলিম চৌধুরী জানান, আমার মেয়েকে তারা শুধু শুধু মারধর করতো। মনে হয় তাদের অত্যাচারের কারণে আমার মেয়ে মারা গেছে। আমি সরকার ও প্রশাসনের কাছে দাবি জানাই, সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে বিচার করা হোক।
কালকিনি থানার ভারপাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাজমুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত শেষে তার পিতার পরিবার তাদের বাড়ি নিয়ে যায়। এখনও তাদের পরিবার থেকে মামলা দেয়নি, মামলা হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।