252 বার পঠিত
মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর ও চৌমহনী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ৬০০ মিটার নিষিদ্ব চায়না দুয়ারী জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করেন মৎস অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।
জানা যায়,গতকাল সন্ধ্যার একটু আগে গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর ও চৌমহনী এলাকার বিলে অভিযান পরিচালনা করে এসমস্ত নিষিদ্ব জাল জব্দ করে ধ্বংস করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ ও উপজেলা মৎস কর্মকর্তা সন্দিপন মজুমদার যৌথ অভিযান পরিচালনা করে প্রায় ৬০০ মিটার নিষিদ্ব চায়না দুয়ারী জাল জব্দ করেন। এ সময় নিষিদ্ব এ জালের মালিক কাউকে পাওয়া যায়নি।
পরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ বলেন,নিষিদ্ব চায়না দুয়ারী জাল দিয়ে খাল-বিল ও জলাশয়ের দেশীয় প্রজাতির বিভিন্ন প্রকার মাছ সহ জলজ প্রাণী বিলুপ্ত করা হচ্ছে। চায়না দুয়ারী কারেন্ট জালর চেয়ে ভয়ংকর।
পরিবেশ ও মাছের জীববৈচিত্র্য ধ্বংসের হাত থেকে রক্ষায় চায়না দুয়ারী জাল নিষিদ্ব করেছে সরকার। তারই ধারাবাকিতায় মৎস অধিদপ্তরের কর্মকর্তাকে এ অভিযান পরিচালনা করা হয়। এ সমস্ত নিষিদ্ব জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।