108 বার পঠিত
মাদারীপুরের ডাসারে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ ৬ অক্টোবর সকালে উপজেলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সরকারি শেখ হাসিনা একাডেমি এন্ড উইমেন্স কলেজের অধ্যক্ষ ড.মোঃ শওকত আলী মোল্লা,
উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন,নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদার সহ বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য, ইউপি সচিব, স্থানীয় গন্যমান্য ব্যক্তিও গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ বলেন, প্রতিটি দিবসের একটি গুরুত্বপূর্ণ বিষয় থাকে। আমরা যারা প্রশাসনিক ভাবে দায়িত্ব পালন করছি, আপনারা যারা জনপ্রতিনিধি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি রয়েছেন,তাদেরও দেশ ও সমাজের প্রতি দায়িত্ব রয়েছে।
জন্ম ও মৃত্যু নিবন্ধনের বিষয় সাধারণ মানুষকে উৎসাহিত করতে সরকার প্রতিবছরের ৬ অক্টোবর জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ঘোষণা করেন।
শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন ও কোন ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে।