1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanhrd74@gmail.com : desher kotha : desher kotha
  3. mdtanjilsarder@gmail.com : Tanjil News : Tanjil Sarder
মতলব উত্তরে নৌপুলিশের অভিযানে ১৬ জেলে আটক - দৈনিক দেশেরকথা
শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১১:৩৭ পূর্বাহ্ন

মতলব উত্তরে নৌপুলিশের অভিযানে ১৬ জেলে আটক

শহিদুল ইসলাম খোকন
  • প্রকাশ মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
মতলবে নৌপুলিশের অভিযানে আটককৃত জেলেদের ছবি।

 47 বার পঠিত

সরকারি নির্দেশনা অমান্য করে চাঁদপুরের মতলব উত্তরের মেঘনা নদীতে অবৈধভাবে মাছ শিকার করতে যাওয়ায় ১৬ জেলেকে আটক করেছে মোহনপুর নৌপুলিশ। গত ২৩ অক্টোবর ও ২৪ অক্টোবর মতলব উত্তর উপজেলার মেঘনা নদী থেকে ১৬ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো – নারায়নগঞ্জ সদরের আলীরটেক দক্ষিণ কুড়ের পাড় গ্রামের মৃত আলী আক্তারের ছেলে আবু আবু সালাম(৩০), হাফিজ উদ্দিন মোল্লার ছেলে সাদ্দাম হোসেন(৩৪), তার ভাই মোঃ আলী হোসেন(৩৫), সোলায়মান হোসেনের ছেলে ৪. (JFX1S) মোঃ রাকিব হোসেন(২৫), তার ভাই মোঃ সজিব(১৯), মৃত আব্দুল হান্নানের ছেলে মোঃ শাহীন(৩২), শুক্রুর আলীর ছেলে মোঃ দ্বীন ইসলাম(২৭), মৃত আরাফাত আলীর ছেলে মোঃ জাহাঙ্গীর আলম(৪০), ইউসুফ আলীর ছেলে মোঃ আলী(২৫), মৃত বাদশা মিয়ার ছেলে আলমগীর (৩৮), মৃত আওলাদ হোসেনের ছেলে মোঃ রাকিবুল (২৬), সুমন মিয়ার ছেলে মোঃ শুভ (১৯)।আটককৃতদের কাছ থেকে ৩ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা। 

এছাড়াও মুন্সিগন্জ জেলার গজারিয়া উপজেলার ধনুশকার কান্দি গ্রামের সিরাজ মিয়ার ছেলে তোফাজ্জল হোসেনে (৩০), সূরুজ ঢালীর ছেলে ইয়াকুব ঢালী (৩১), আব্দুল আউয়ালের ছেলে ফারুক (৪১) ও হানিফ ঢালীর ছেলে সজিব (২৫) কে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। 

মোহনপুর নৌপুলিশের ইনচার্জ মনিরুজ্জামান বলেন, মা ইলিশ রক্ষায় আমাদের নিয়মিত অভিযান চলছে। সেই সেই অভিযানের অংশ হিসেবে উপজেলার মেঘনা নদী থেকে ১৬ জেলেকে আটক করি। তাদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আাইন ১৯৫০ (সংশোধন ২০২৩) ধারা আইনে ১২ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে এবং জেল হাজতে প্রেরন করা হয়েছে। এ ছাড়াও আরও ৪ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ১ হাজার করে জরিমানা করা হয়েছে। 

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২২-২০২৩ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park