25 বার পঠিত
‘ভুল তথ্য’ শুধু তথ্য বিকৃতই করে না, বরং সামাজিক উন্নয়ন প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার (২৩ মার্চ) দুপুরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও অক্সফাম বাংলাদেশ যৌথভাবে ‘ভুল তথ্য ও ভুল তথ্যের যুগে মিডিয়া : চ্যালেঞ্জ, দায়িত্ব ও উন্নয়নের পথ’ শীর্ষক একটি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, ‘ভুল তথ্য শুধু তথ্য বিকৃতই করে না, সামাজিক উন্নয়ন প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করে। এই সমস্যা মোকাবিলায় মিডিয়া, সরকার ও সুশীল সমাজের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।’
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) পরিচালক জেনারেল ফারুক ওয়াসিফের সভাপতিত্বে সংলাপটি অনুষ্ঠিত হয়।
ফারুক ওয়াসিফ বলেন, ‘ডিজিটাল যুগে ভুল তথ্য ছড়ানোর গতি নাটকীয়ভাবে বেড়েছে। বিষয়টি মোকাবিলায় মিডিয়ার দায়িত্ব ও জবাবদিহিতা আরও শক্তিশালী করতে হবে।’
ডেভেলপমেন্ট মিডিয়া ফোরামের উদ্যোগে প্রমাণ ও জনকেন্দ্রিক উন্নয়ন আলোচনা গঠনে মিডিয়ার ভূমিকা শক্তিশালী করতে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে পরিবেশগত শাসন, লিঙ্গ অধিকার, অর্থনৈতিক ন্যায়বিচার, দুর্যোগ মোকাবেলা ও রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভুল তথ্য ও বিভ্রান্তির প্রভাব নিয়ে আলোচনা করা হয়।
সংলাপে অন্যান্য আলোচকদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউল্যাবের স্কুল অব সোশ্যাল সায়েন্সের ডিন ড. দিন এম. সুমন রহমান, ঢাকা ট্রিবিউনের সম্পাদক রিয়াজ আহমেদ, যমুনা টিভির সিইও ফাহিম আহমেদ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আজাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম এবং মিডিয়া রিফর্ম কমিশনের প্রধান কামাল আহমেদ।