63 বার পঠিত
ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি) ছাত্রলীগের আহ্বায়ক ও প্রতিষ্ঠাতা সভাপতি ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসনের উপ-নির্বাচনে অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজুকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
রোববার (৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
শিক্ষক নেতা সাজু ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহ্বায়ক ও প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব এবং স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক।
ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ইবি শাখা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শাহজাহান আলম সাজু আঙ্কেলকে জানাই অভিনন্দন । ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এবং ইবিয়ানদের জন্য সবচেয়ে বড় অর্জন।
প্রসঙ্গত আগামী ৫ নভেম্বর এ দুটি আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১ অক্টোবর সংসদ সচিবালয় এ দুই আসন শূন্য ঘোষণা করে।