99 বার পঠিত
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বরণ-বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিভাগে ১৩তম আবর্তনের শিক্ষার্থীদের বরণ করে নিতে এবং ৮ম আবর্তনের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (১১ নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবন প্রাঙ্গণে অনুষ্ঠানটি আয়োজিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অধ্যাপক মো. শওকাত আলী। এতে সভাপতিত্ব করেন বিভাগের বিভাগীয় প্রধান মো. তাবিউর রহমান প্রধান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মো. সহিদ উল্যাহ। এ ছাড়া, বিভাগের শিক্ষকরাও অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন। এ সময়, নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আমি এই বিভাগের ল্যাবসহ ক্লাস সংকট নিরসনে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দিচ্ছি। আশা করি খুব দ্রুত সমস্যা সমাধান হয়ে যাবে।
সভাপতির বক্তব্যে মো. তাবিউর রহমান প্রধান বলেন, নবীন যারা এ পরিবারের সদস্য হয়েছেন বাই চয়েস বা বাই চান্স যা-ই হোক, আপনাদের হতাশ হওয়ার কিছু নেই। আর এই বিভাগের শিক্ষার্থী প্রথম বিশ্ববিদ্যালয় থেকে পুলিশ ক্যাডারে। এই বিভাগ থেকে বেরিয়ে শিক্ষার্থীরা বাইরের দেশে পড়াশোনা করছেন। এটি বিদায় নয়। সকল শিক্ষার্থীর জন্য এই বিভাগের দরজা সবসময় খোলা।
অতিথি অধ্যাপক ড. মো. সহিদ উল্যাহ বলেন, ৭০ বছর ধরে বাংলাদেশে গণযোগাযোগ পড়ানো হচ্ছে। কিন্তু আমাদের বহু সংকট রয়েছে। বিশেষত ক্লাস সংকট। তাই আমি উপাচার্য মহোদয়কে অনুরোধ করব বেরোবি সাংবাদিকতা বিভাগের জন্য ব্যবহারিক শিক্ষার জন্য একটি ল্যাবের ব্যবস্থা করতে। সাংবাদিকতার শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা সবাই মানুষ হয়ে উঠুন শিক্ষিত হওয়ার পাশাপাশি।
পরে বিভাগের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, দলীয় ও একক নৃত্য, সঙ্গীত ও নাট্যের মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।