38 বার পঠিত
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর দাওয়াহ্ সোসাইটির উদ্দ্যোগে নবীন শিক্ষার্থীদের পবিত্র কোরআন শরীফ দিয়ে বরণ করে নিল বেরোবি দাওয়াহ্ সোসাইটি ।
আজ বিকেল ২টা ৩০ মিনিটে স্বাধীনতা স্মারক মাঠে নবীন শিক্ষার্থীদের একটি পবিত্র কোরআন শরীফ, একটি টি শার্ট ,একটি কলম ও একটি চাবির রিং দিয়ে তাদের বরণ করে নেওয়া হয় । উক্ত নবীনবরণ অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক স্কলার প্রফেসর মোখতার আহমেদ। উক্ত নবীনবরণ এর মাধ্যমে ইসলামের সুমহান আদর্শের বাণী পৌঁছানো এবং উচ্চতর চিন্তার স্ফূরণ ঘটানো হয়েছে সাথে এক স্নেহময় আলিঙ্গন, একটি উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়েছে।
উক্ত নবীনবরণ অনুষ্ঠান সম্পর্কে নবীন শিক্ষার্থী মোঃ ইনসাফুল ইসলাম ( লোকপ্রশাসন বিভাগ) বলেন আলহামদুলিল্লাহ আমাদের অনেক সুন্দর ভাবে বরণ করে নিয়েছে দাওয়াহ্ সোসাইটি ।আমি দাওয়াহ্ সোসাইটি কে ধন্যবাদ জানাই আমাদের জন্য এইরকম অনুষ্ঠান আয়োজন করার জন্য।আমি চাই প্রতিবছর যেন নবীন শিক্ষার্থীদের এভাবেই বরণ করে নেয়া হয়।
দাওয়াহ্ সোসাইটির সেচ্ছেসেবক মোঃ মেহেদী হাসান (অর্থনীতি ১৩ তম ব্যাচের ) শিক্ষার্থী বলেন আমাদের পরিশ্রম সার্থক হয়েছে ।
আমরা মুসলিম শিক্ষার্থীদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে মেসেজ দিতে চাই তারা যেন ইসলামের আলোর পথে আসে । প্রথম বর্ষে যেন তারা পথভ্রষ্ট না হয়
অনুষ্ঠানের প্রধান আলোচক বিশিষ্ট ইসলামিক স্কলার প্রফেসর মোখতার আহমেদ বলেন সংগঠন কে ধন্যবাদ জানাই এতো সুন্দর আয়োজন করার জন্য।তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন আবু সাঈদ এর মতো বুকে আদর্শ গ্রহন করতে হবে ।যৌবন একটা গুন এই সময়কে কাজে লাগাইতে হবে । রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন যুবকদের জন্য জায়গা ছেরে দিতে ।
তিনি বলেন তোমরা যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বসে আছো এই এলাকায় মোহাম্মদ বিন কাসেম ১৮ বার যুদ্ধ করে ইসলাম প্রচার করেছেন । তিনি বর্তমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন বর্তমানে বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীরা যৌবন বিক্রি করে দিয়েসে এই পথ থেকে ফিরে আসতে হবে এইসব অপকালচারের পক্ষে কোন শিক্ষার্থী থাকতে পারে ,না জুলুমের পক্ষে কোনো যুবক থাকতে পারে না
তিনি তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিভিন্নভাবে দিক নির্দেশনা দেন যেমন আদর্শ কি হওয়া উচিত , তাদের উদ্দেশ্য কি থাকবে, সাথে তিনি অপকালচারের বিরুদ্ধে কথা বলেন।
তিনি সর্বশেষে বলেন পড়ালেখার পাশাপাশি ইবাদত করুন ।আল্লাহ কে সময়দেন তার জ্ঞান গ্রহন করুন।নষ্ট অপকালচার
নীল সংস্কৃতি বন্ধ করুন
নতুন কালচার মাদক জুয়া তাদের মুখে ছুরে ফেলুন। পশ্চিমা অপসংস্কৃতি বন্ধ করুন
শেষে আপনারা আল্লাহর হয়ে যান।
দাওয়াহ্ সোসাইটির সভাপতি মোশাররফ হোসেন বলেন, আয়োজিত নবীনবরণ অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন হয়েছে। আমরা প্রায় একহাজার শিক্ষার্থীকে বরন করে নিয়েছি । আমরা ভবিষ্যতে আমাদের সংগঠনের পক্ষ থেকে এরকম ইসলামিক কার্যক্রম চালিয়ে যাব। আমরা বেরোবির শিক্ষার্থীদের থেকে অনেক ভালো সমর্থন ও উৎসাহ পাচ্ছি ।আমরা ভবিষ্যতে ইসলামিক সেমিনার, ইসলামী স্কলার নিয়ে আলোচনা সভা
আয়োজন করবো ইনশাআল্লাহ