22 বার পঠিত
চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘকে (ইসকন) নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সাড়ে আটটায় বেরোবির প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। বিক্ষোভ মিছিলটি শহীদ আবু সাঈদ চত্ত্বর হয়ে উত্তর বঙ্গের প্রবেশদ্বার মর্ডান মোড় হয়ে প্রধান ফটকের সামনে শেষ হয়।
এ সময় উপস্থিত বক্তৃতায় বেরোবি শিক্ষার্থী জাকের হোসেন পাশা বলেন, ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্র গ্রেফতার করেছে রাষ্ট্রদ্রোহী মামলায়, যা রাষ্ট্রীয় বিষয়। চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আদালত নামঞ্জুর করে তখন আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফকে চিন্ময় দাসের অনুসারীরা গলা কেটে হত্যা করে। আমরা এর বিচার চাই এবং ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার দাবি জানাই।
উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে আরেক শিক্ষার্থী গোলাম রাব্বানী বলেন, ভারতে যখন মুসলমানদের উপর হামলা হয় তখন বাংলাদেশ থেকে কোন ধরনের প্রতিবাদ জানানো হয় না তবে বাংলাদেশে যখন কোন হিন্দু হামলার শিকার হয় তখন ভারত সরকার এর প্রতিবাদ জানায়। আমরা প্রধান উপদেষ্টার নিকট দাবি জানাচ্ছি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হোক। পাশাপাশি আমরা বলতে চাই আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ ঐক্যবদ্ধ এবং ইসকন নামক জঙ্গি সংগঠন এই দেশ থেকে নিষিদ্ধ করা হোক।
উল্লেখ্য, গত ২৫ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ। চিন্ময় কৃষ্ণ দাস এই মঞ্চের মুখপাত্র। সমাবেশের পর গত ৩১ অক্টোবর চিন্ময়ের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান। মামলাকারীকে বিএনপি পরে বহিষ্কার করে।
এর প্রেক্ষিতে চিন্ময় দাসকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরবর্তীতে ২৫ নভেম্বর চট্টগ্রাম আদালতে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর তাঁর অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।