22 বার পঠিত
আগামী বৃহস্পতিবারের (১৫ আগস্ট) মধ্যে পুলিশ সদস্যরা কাজে যোগ না দিলে চাকরি থাকবে না বলে জানিয়েছেন অন্তর্র্বতীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
তিনি বলেছেন, পুলিশের যেসব সদস্য এখনো কাজে যোগ দেননি, তাদের জন্য শেষ সময় হচ্ছে আগামী বৃহস্পতিবার। বৃহস্পতিবারের মধ্যে যদি কেউ যোগ না দেন, তাহলে ধরে নেওয়া হবে তারা চাকরিতে ইচ্ছুক নন।
রোববার (১১ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এম সাখাওয়াত হোসেন এসব কথা বলেন। দায়িত্ব নেওয়ার পর আজ প্রথম সচিবালয়ে আসেন তিনি।
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, পুলিশের মোরাল অনেক ডাউন। আমি চেষ্টা করছি পুলিশ যাতে ফিরে আসে। আপনারা দেখছেন পুলিশ ফিরে না আসলে কি হতে পারে। একটু আগে দেখলাম ব্যাংকের মধ্যে মারামারি। ব্যাংক দখল করে নেবে। এখন মনে হচ্ছে যে যার মতো যা কিছু দখল করে নিতে পারে।
তিনি বলেন, আমি আপনাদের (সাংবাদিক) মাধ্যমে বলতে চাই পুলিশের যারা এখনো জয়েন করেননি, তাদের সর্বশেষ জয়েন করার দিন হচ্ছে বৃহস্পতিবার। এর মধ্যে কেউ যদি কর্মস্থলে যোগদান না করেন তাহলে ধরে নেব তারা চাকরি করতে ইচ্ছুক নন। এই বৃহস্পতিবারের মধ্যে যে যার জায়গায় যোগদান করবেন। যা হয়ে গেছে, অহেতুক কারও গায়ে কেউ হাত দেবেন না। বিচারের প্রক্রিয়া আমরা করব। বিচার বিভাগ বিচার করবে। ঢালাওভাবে কাউকে দোষারোপ করা যাবে না।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আমি জনগণের কাছে এটুকু বলতে চাই- আপনারা কেউ পুলিশের গায়ে হাত দেবেন না। এখন আপনারাই ভুক্তভোগী হচ্ছেন। যদি ডাকাতি হয়, পুলিশ না থাকলে কি করার আছে? আমি বলব বৃহস্পতিবারের মধ্যে আপনারা (পুলিশ) কর্মস্থলে যোগদান করেন। এটা এখন আমার নাম্বার ওয়ান প্রায়োরিটি।
আমার দুই নাম্বার প্রায়োরিটি হচ্ছে, একটু আগে দেখলাম আনসারের একটি অংশ রাস্তা বন্ধ করে দিয়েছে। তাদেরও কিছু দাবি দেওয়া আছে। সবারই দাবি-দাওয়া আছে, আমারও কিছু দাবি দেওয়া আছে। আমার দাবী হচ্ছে, আপনারা ফিরে যান। আমি কথা দিচ্ছি, স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আমার দায়িত্ব হচ্ছে আপনাদের কাছে আসা, আপনাদের কথা শোনা। আমার পক্ষে তাৎক্ষণিক যা করা সম্ভব আমি তা করব। আপনারা দয়া করে রাস্তা ছেড়ে দেন। অন্যান্য ফোর্স বা বাহিনী যারা আছে, প্রত্যেক বাহিনীর সাথে আমি কথা বলব। সবাই আমার পরিচিত, আমি যা বলব তাই করার চেষ্টা করব। আমি পলিটিশিয়ান না যে এখন এক কথা বলব বিকেলে আরেক কথা বলব।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ৫ আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয় অন্তর্র্বতী সরকার। সেদিন রাতে বঙ্গভবনে ১৭ সদস্যের অন্তর্র্বতী সরকারের ১৪ জন শপথ নেন। আজ এই সরকারের আরও দুই উপদেষ্টা শপথ নিলেন। অন্তর্র্বতীকালীন সরকারে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন এম সাখাওয়াত হোসেন।