147 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মুক্তিযুদ্ধকালিন লাল বাহিনীর কমান্ডার ও আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মরহুম গিয়াস উদ্দিন আহমেদের ২য় মৃত্যু বার্ষির্কী পালিত হয়েছে।
মরহুম গিয়াস উদ্দিন আহমেদের নিজ বাড়ি নবীনগরের কলেজ পাড়াতে দোয়া-মাহফিল শেষে সমাজের অসহায়-হতদরিদ্র মানুষের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়েছিল। এ সময় নবীনগর উপজেলার সহকারি কমিশনার ভূমি মাহমুদা জাহান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান ভিপি, উপজেলা আওয়ামী যুব লীগের সভাপতি শামস আলম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন, আওয়ামী যুব লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সগীর আহমেদ, উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ ওমর ফারুকসহ মরহুমের আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
মরহুমের বড় ছেলে পৌর আওয়ামী লীগের সভাপতি প্রার্থী হাজী মোঃ খাইরুল আমিন পিতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
মরহুমের ছোট ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন তিনি তার পিতার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া, সমাজের পিছিয়ে মানুষ ও আওয়ামী লীগের জন্য নিবেদিত প্রান থাকা নিয়ে স্মৃতিচারণ করেন।