41 বার পঠিত
দিনাজপুর প্রতিনিধি>দিনাজপুরের বিরামপুরে মাদক সেবনের দায়ে মশিউর রহমান (৩০) নামে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৮আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার এই দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত মশিউর রহমান বিরামপুর পৌর শহরের পূর্বজগন্নাথপুর রেলগেট মহল্লার মৃত: আব্দুল আজিজের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রবিবার বিকেলে মশিউর রহমান কেডিসি রোড়ের পাশে বসে মাদক সেবন করছিলো। এসময় মাদক সেবনকালে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ্দ করেন এলাকাবাসী। এসময় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার মশিউরকে মাদক সেবনের দায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন এবং ২ হাজার ৫ শত টাকা অর্থদণ্ড ও ৩২ পুরিয়া হিরোইন জব্দ করা হয়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, দন্ডিত আসামীকে দিনাজপুর কারাগারে প্রেরণ প্রক্রিয়াধীন।
জানতে চাইলে, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার বলেন, এলাকাবাসীর অভিযোগ পাওয়ার পরেই ঘটনাস্থলে গিয়ে সত্যতা খুজে পেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদক সেবনের অপরাধে অভিযুক্ত মশিউরকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।