1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanhrd74@gmail.com : desher kotha : desher kotha
  3. mdtanjilsarder@gmail.com : Tanjil News : Tanjil Sarder
বিদ্যাসাগর পুরস্কার পেলেন ইবির সাবেক উপাচার্য ড. রাশিদ আসকারী। - দৈনিক দেশেরকথা
শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১১:২২ পূর্বাহ্ন

বিদ্যাসাগর পুরস্কার পেলেন ইবির সাবেক উপাচার্য ড. রাশিদ আসকারী।

দেশেরকথা
  • প্রকাশ বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

 92 বার পঠিত

উচ্চশিক্ষায় বিশেষ অবদানের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীকে বিদ্যাসাগর পুরস্কারে ভূষিত করেছেন ভারতের সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার রাতে সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়, কলকাতা, এবং বিদ্যাসাগর সোসাইটি, ঢাকা বাংলাদেশ যৌথভাবে তাকে এই পুরস্কারে ভূষিত করেছেন।

ভারতের সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাজ কুমার কোথারি এবং বিদ্যাসাগর সোসাইটি ঢাকা, বাংলাদেশের প্রতিষ্ঠাতা সচিব ড. মোহাম্মদ আব্দুল হাঈ মঙ্গলবার রাতে ড. রাশিদ আসকারীকে এ পুরস্কার প্রদান করেন।

যুক্তিবাদ, ধর্মনিরপেক্ষতা, উদারতাবাদ, প্রগতিবাদ, লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নে তার লেখনী এবং বাংলাদেশের উচ্চশিক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই পুরস্কার দেওয়া হয়েছে বলে জানা গেছে।

 রাশিদ আসকারী একজন বিশিষ্ট বাংলাদেশী শিক্ষাবিদ, মুক্তবুদ্ধির লেখক, কথাসাহিত্যিক, কলামিস্ট, অনুবাদক এবং মিডিয়া ব্যক্তিত্ব।

প্রসঙ্গত, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং বিদ্যাসাগর সোসাইটি, ঢাকা কর্তৃক যৌথভাবে আয়োজিত ‘বিদ্যাসাগর অ্যান্ড দ্য এপিস্টেম অব বেঙ্গল’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কলকাতাস্থ ভারতী ভবনে অনুষ্ঠিত হয়।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২২-২০২৩ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park