82 বার পঠিত
চাটখিল প্রতিনিধি > সংসদীয় আসনের সাংসদ এইচ এম ইব্রাহিমকে হত্যার হুমকির প্রতিবাদে চাটখিলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী ১ (চাটখিল সোনাইমুড়ী) আসনের সরকার দলীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ”চাাটখিল আবদুলাল্লাহ” নামের একটি আইডি থেকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।
এই ঘটনায় এইচ এম ইব্রাহিমের এমপির এম্বাসেটার রবিউল এইচ ভুইয়া চাটখিল থানায় সাধারণ ডায়েরি করেছেন।এদিকে সংসদ সদস্যকে হত্যা করার হুমকির প্রতিবাদে ২রা সেপ্টেম্বর (শুক্রবার) সকালে চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের দেলিয়াই বাজারে আওয়ামী লীগের যৌথ উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন ৯ নং খিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য সিরাজুল ইসলাম, চাটখিল উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন বাদল, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক নাসির আহমেদ, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী বাবুল, সাধারণ সম্পাদক বাবলু।
এছাড়াও অংশগ্রহণ করেন ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দিপু মোল্লা, ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিন, খিলপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হেলমি হাসান শুভ এবং সাধারণ সম্পাদক সাকিব আহম্মেদ লাভলু এ ছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের এর সর্বস্তরের নেতা কর্মী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।