1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বিএনপি-জামায়াতের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: রমেশ চন্দ্র সেন - দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম যানজট সমস্যার সমাধান খোঁজার নির্দেশ প্রধান উপদেষ্টার ভাইরাল শেখ হাসিনার পদত্যাগপত্রটি ভুয়া দাবি আওয়ামী লীগের ইউনুছ হালিমা দাখিল মাদ্রাসার আয়োজনে ঈদে মিলাদুন- নবী উদযাপন নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ ঠাকুরগাঁওয়ে বিটিআরসির ৯২১ কোটি টাকা না দিয়ে উধাও সরকারি চাকরিতে বঞ্চিতদের জন্য বিশেষ কমিটি গঠন আমতলীতে  পবিত্র ঈদে মিলাদুন্নবী(সঃ)পালিত ভারতের কাছে প্রায় ২০০ একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ সাত মেগা প্রকল্পের অর্থ ব্যয়ে যাচাই করা হবে মুহাম্মদ (সা.) বিশ্ব মানবতার জন্য অনুসরণীয় শিক্ষা ও আদর্শ রেখে গেছেন: ড. মুহাম্মদ ইউনূস

বিএনপি-জামায়াতের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: রমেশ চন্দ্র সেন

আসিফ জামান
  • প্রকাশ বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

 89 বার পঠিত

বিএনপি-জামায়াত সন্ত্রাসী দল। অতএব তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন।

বৃহস্পতিবার বিকেলে (৯ নভেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়ন পরিষদের আয়োজনে সামাজিক নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এ কথা বলেন।

সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, বাংলাদেশ উন্নয়নে যখন এগিয়ে যাচ্ছে তখন বিএনপি-জামায়াত নানামূখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা দেশে হরতাল-অবরোধের নামে উন্নয়নের কাজ ব্যাহত করতে চায়। নিরিহ মানুষকে তারা আগুনে পুড়িয়ে হত্যা করছে; তারা অপরাজনীতিতে লিপ্ত হয়েছে। বাংলাদেশে জনগণ তাদের এসব অপরাজনীতি রুখে দিবে। 

তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করেছে; আর এই শান্তির বাংলাদেশকে অশান্তিতে পরিণত করতে চায় বিএনপি-জামায়াত। তারা দেশের সাধারণ জনগণকে জিম্মি করতে মড়িয়া হয়ে উঠেছে। তারা দেশের নির্বাচন বানচালের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। 

রমেশ চন্দ্র সেন বলেন, যথাসময়ে বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে; কেউ আটকে রাখতে পারবে না। নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি বিশৃঙ্খলা পরিস্থিতি করতে চায়, তাহলে তাদেরকে কঠোর শাস্তি পেতে হবে। 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করার মাধ্যমে শেখ হাসিনার হাতকে শক্তিশালীর করার জন্য সকলের প্রতি আহ্বান জানান সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। 

ঢোলার হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র রায়ের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বাবলু, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. অরুণাংশু দত্ত টিটো, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার। 

এছাড়াও জনসভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী আবদুল কাদের, সদর উপজেলার আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন, ঢোলার হাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সীমান্ত কুমার বর্মন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ঢোলার হাট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ষষ্টি রাম বর্মন, রুহিয়া থানার ওসি সোহেল রানা প্রমূখ।

জনসভার আগে ঠাকুরগাঁও সদর উপজেলা এলজিইডির তত্ত্বাবধানে ঢোলারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬৫ লক্ষ টাকা ব্যয়ে তিনতলা ভীত বিশিষ্ট দুইতলা ভবন, আকচা ইউনিয়নের শামসিয়া সরকারি প্রাথমি বিদ্যালয়ে ৮৭ লক্ষ টাকা ব্যয়ে তিনতলা ভীত বিশিষ্ট দুইতলা ভবন, দক্ষিণ বঠিনা রিভারভিউ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক কোটি ৮ লক্ষ টাকা ব্যয়ে চারতলা ভীত বিশিষ্ট তিনতলা ভবন, দুই কোটি ৩২ লক্ষ টাকা ব্যয়ে বোয়ালিয়া রেজিস্ট্রার সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে আখানগর পোল্ট্রি ফার্ম পর্যন্ত দুই কিলোমিটার ৩২ মিটার এবং দুই কোটি ৯০ লক্ষ টাকা ব্যয়ে ঢোলারহাট হতে ফাড়াবাড়ি পর্যন্ত দুই কিলোমিটার সড়ক পাকাকরণের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park