71 বার পঠিত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনে বাছুরের সঙ্গে আন্দন্দে মেতে থাকার ছবি রীতিমতো ভাইরাল। সামাজিক মাধ্যম এক্স অ্যাকাউন্টে মোদি সেই ছবি পোস্ট করেন।
সদ্য জন্ম নেওয়া বাছুরের সঙ্গে তার ছবি আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) বাছুরের একটি ভিডিও ও কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি নিজেই।এ ছাড়া ভারতীয় গণমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মোদি জানান, বাছুরটির মাথায় একটি সাদা দাগ রয়েছে। এর সঙ্গে আলোর সাদৃশ্য রয়েছে। তাই এর নাম রেখেছেন ‘দীপজ্যোতি’।এ ছাড়া এক্সে দেওয়া ভিডিওতে দেখা যায়, মোদি বাছুরটিকে আদর করছেন। এর মাথায় চুমু খাচ্ছেন। বাছুরটিকে নিয়ে বাড়ির মন্দিরের সামনে বসে পূজা করছেন।