71 বার পঠিত
বাগেরহাটের মোরেলগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২ মাদক সেবনকারীকে ২ মাসের কারাদন্ড প্রদান করেন।
১৯ শে মার্চ মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্য অধিদপ্তরের সহযোগিতায় মোবাইল কোর্টের মাধ্যমে মোরেলগঞ্জ পৌরসভার পূর্ব সরালিয়া, নব্বইরশি বাস স্ট্রান্ডে মজনু পার্লামের পুত্র আজাক পালন (৩২) এর কাছে ৩ পিস এবং পৌরসভা ৩ নং ওয়ার্ড দক্ষিণ ভাইজোড়া গ্রামের মোঃ মহারাজ শেখ এর পুত্র মোহাম্মদ জিহাদ শেখ (২৪) সেবনকারীকে ০৪ পিস ইয়াবাসহ আটক করা হয়।
মোবাইল কোড পরিচালনা করেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধিত) এর ৩৬(৫) ধারায় উভয় আসামিকে ০২ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং প্রত্যেককে ১০০ টাকা জরিমানা করা করেন।